আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে ববহার হয় এমন কিছু শব্দ যার অর্থ

সামু তে কিছু শব্দ ব্যবহার হ্য় যার পুরাপুরি অর্থ অনেকেই জানে না। আমি নিজে ও কিছু জানি না। কেউ যদি জানেন দয়া করে জানান। আরও শব্দ থাকলে তা ও জানান। হা হা প গে --- হাসতে হাসতে পড়ে গেলাম গদাম --- গজারি দ্বারা মার বিপ্লব রহমানের পোষ্ট থেকে গদাম! = পশ্চাদে পদাঘাত।

সাধারণত ছাগু তাড়াতে প্রযোজ্য। ছাগু --- শিবির কর্মীদের ভাদা --- ভারতীয় দালাল। পাদা --- পাকিস্তানি দালাল। আদা --- আওয়ামী দালাল। মডু --- মডারেটর।

একলা বগ বলেছেন: বাল = বাংলাদেশ আওয়ামী লীগ (BAL) মুন্তাছির রহমান বলেছেন: লীচা =ছাত্রলীগ (লীগের চামচা প্রমিথিউস22 বলেছেন: টেকি = টেকনোলজি যেমন কম্পিউটার, ইন্টারন্টে ইত্যাদি বিষয়ে যারা অভিজ্ঞ। হেল্পান = হেল্প করে বিপ্লব রহমানের পোষ্ট থেকে চুলকাইতে মুঞ্চায়? = অন্যকে উত্যাক্ত করতে ইচ্ছে করছে কী না, তা বোঝাতে। পপকর্ন নিয়ে গ্যালারিতে বসলাম = ব্লগ বিতর্ক উপভোগ করছি, মতান্তরে, মজা দেখছি। জাঁঝা = উত্তম, লেখা বা মন্তব্য ভালো হয়েছে বোঝাতে। জটিল = খুব ভালো, মতান্তরে জট্টিল বা জটিলস্ = খুব ভালো লেখা বা মন্তব্য, এমন বোঝাতে।

সুশীল = অতিশয় আঁতেল অর্থে। যেমন, এই ধেনু যাহ, নইলে ফুল ছুঁড়ে মারবো কিন্তু। অখবা, সুশীল ব্লগ = সাহেব বাবুর বৈঠকখানা বিশেষ। লুল বা লুল পুরুষ = বালিকা, নাবালিকা দেখলেই লালা ঝড়ে, এমন ব্লগার। উদাহরণ, এক মহারথী ব্লগার তার প্রোফাইলে ঘোষণা দেন, সুন্দরী বালিকা পেলে যত্ন করে কামড়ে দেই! ইদানিং ব্লগে 'লুল পুরুষ' ইমোকটিন যোগ করার দাবি উঠেছে।

ভাঁজ খুইল্যা গেছে = আসল রূপ ধরা পড়েছে। বাঁচাও কালা কুদ্দুস = ছেঁড়ে দে মা কেঁদে বাঁচি -- এমন অর্থে। সাধারণতা উল্টো-পাল্টা মন্তব্য দেখলে এটি ব্যবহার করা হয়। সহব্লগার কারিমাট এর প্রবক্তা। খ্যাক খ্যাক = হাসি, দুষ্টুমী করে বলা হচ্ছে।

মুঞ্চায় = মন চায়, মন চাইছে -- অর্থে। মতান্তরে, মন্চায়। পৈতা টেষ্ট = ভারতের দালাল সনাক্তের ব্লগীয় পরীক্ষা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.