আমাদের কথা খুঁজে নিন

   

আমার ব্লগে সর্ষের মধ্যেই ভূত, লেখা এমনকি ইউজার নেম ডিলিট, “ ব্লগ কি অশ্লীল, নোংরা গালাগালি, খিস্তি-খেউরের জায়গা?

আমার ব্লগে সর্ষের মধ্যে্ই ভূত, লেখা এমনকি ইউজার নেম ডিলিট ৫ জুলা্ই সাইবার ক্যাফেতে বসে ‘আমার ব্লগে’ একটি লেখা পোস্ট করেছিলাম। পোস্টটির শিরোনাম ছিল “ ব্লগ কি অশ্লীল, নোংরা গালাগালি, খিস্তি-খেউরের জায়গা? লেখাটি পোস্ট করে চা খেয়ে দেড়-দুই ঘন্টা পর আবার কম্পিউটারে বসে অবাক হয়ে গেলাম! আমার পোস্টটি সম্পূর্ণ উধাও। লগইন করতে গিয়ে দেখি আমার নিক নেমটি কম্পিউটার সিস্টেম (সার্ভার) থেকে ডিলিট করে ফেলা হয়েছে। পরিষ্কার বুঝলাম এটা ‘আমার ব্লগ’এর কম্পিউটার সিস্টেম-সার্ভার যারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে সেইসব এডমিনদের কাজ। আরও পরিষ্কার হলো যারা ওই সমস্ত নোংরা গালাগালি, খিস্তি-খেউর সহযোগে ব্লগিং করে তাদের সাথে এইসব কম্পিউটার সিস্টেম পরিচালনাকারীরাও জড়িত।

অন্যান্য আওয়ামী লীগ সমর্থক ব্লগারের সাথে তারা একটি আওয়ামী সিন্ডিকেট তৈরি করেছে। অর্থাৎ সর্ষের মধ্যেই ভূত। তাই আমি ‘সর্ষের ভূত’ নিকে এখন পোস্ট দিয়েছিলাম। এটিও ডিলিট করে ফেলেছে। আমার ব্লগের কোনো সাধারণ ইউজারের পক্ষে আরেকজন ইউজারকে সার্ভার থেকে মুছে ফেলা বা তার পোস্ট ডিলিট করা কোনোভাবেই সম্ভব নয়।

এটা যারা সার্ভার পরিচালনা করে তাদের দ্বারাই সম্ভব। যেহেতু তারা ওইসব কুকর্মের সাথে জড়িত, তাই আমার পোস্টটি তাদের ভালো লাগেনি। তাই তারা আমার পোস্ট ও আমার ইউজার নেমটিও সার্ভার থেকে মুছে ফেললো। ‘আমার ব্লগ’ থেকে অনেক ভদ্র, রুচিশীল ব্লগার বিদায় নিয়েছেন এসব কারণে। কেন বিদায় নিয়েছেন জানতে এই পোস্টটি দেখুন: ব্লগীয় পার্টি (সুশীল সমাজদের কারোও ঢুকা নিষেধ) লিখেছে: বেলের কাঁটা.. (০৮ জুলাই (শুক্রবার), ২০১১ ৭:০৫ অপরাহ্ন)।

আমার ব্লগ ওয়েবসাইটটির নাম হওয়া উচিত ছিল আওয়ামীব্লগ.কম”। নিচে আমার যে লেখাটি মুছে ফেলেছিল সেটি দিলাম। হয়তো এটিও ডিলিট করে ফেলবে আওয়ামী সিন্ডিকেটরা। রুচিশীল, ভদ্র ব্লগারদের প্রতি রইলো শুভেচ্ছা। ========================= “ব্লগ কি অশ্লীল ও নোংরা গালাগালি, খিস্তি-খেউরের জায়গা? " আমার ব্লগে ০৭ জুলাই (বৃহস্পতিবার), ব্লগার দ্যা জোকার “বিকৃত মস্তিস্ক কিছু বন্য কুকুর আজ বাংলাদেশকে কামড়ে ধরেছে” শিরোনামে একটি লেখা পোস্ট করেন।

পোস্টের বিষয়বস্তু ছিল জয়নাল আবেদীন ফারুকের উপর পুলিশের বর্বর আক্রমণ। পোস্টে এই ঘটনার নিন্দা জানানো ছাড়া আর কোনো অশ্লীল কথা, গালাগালি ছিল না। কিন্তু এই লেখাটির মন্তব্যের কলামে আমার ব্লগের আরেকজন ব্লগার যার নিক নেম: জাগ্রত পথ যা লিখেছে তা পড়লে সুস্থ-স্বাভাবিক মানুষও অসুস্থ হয়ে পড়বে। আওয়ামী লীগ সমর্থক এই জাগ্রত পথ পোস্টদাতা দ্যা জোকারকে একেবারে সিরিয়াল নাম্বার দিয়ে ১৭৫টি > অত্যন্ত নোংরা, অশ্রাব্য, ভয়ংকর অশ্লীল গালাগালি দেয়। আমার ব্লগের পাঠকরা বিশেষ করে পাঠিকারা এটা পড়ে স্তম্ভিত হয়ে পড়ে।

উক্ত গালাগালির পর শুরু হয় পোস্টদাতা ও জাগ্রত পথ এর মধ্যে পাল্টাপাল্টা গালাগালি। একজনের লেখা পড়ে যুক্তি দিয়ে সেটার সমালোচনা হতে পারে কিন্তু এভাবে ফ্রি-স্টাইলে সিরিয়াল নাম্বার দিয়ে খিস্তি-খেউর!! জাগ্রত পথ ও বেশ কয়েকজন Bangladesh Awami League (BAL) সমর্থক ব্লগারদের অত্যন্ত জঘন্য, নোংরা গালাগালি, খিস্তি-খেউর দিয়ে আক্রমণ করেই ক্ষান্ত হয় না, অশ্লীল ছবি পোস্ট করেও তারা আক্রমণ করে। ছাগলের ছবি পোস্ট করে তারা তাদের স্বরূপ দেখায়। এর সমাধান কি? আমার ব্লগে অনেক মহিলা ব্লগার আছেন, অনেক মহিলা অতিথি পাঠিকা আছেন। তারা এসব দেখে লজ্জায় ব্লগ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।

প্রশ্ন হলো খিস্তি-খেউরকারীরা কি এসব তাদের পরিবারে শিখেছে? তারা কি এসব খিস্তি-খেউর তাদের মা-বোনদের সামনেও করে? * এ পর্যন্তই ছিল আমার লেখা। পাঠক-পাঠিকা বলুন এটা কেন ডিলিট করা হলো??? ========================== এখানে জাগ্রত পথ – এর ‘দ্যা জোকার’ কে উদ্দেশ্য করে দেওয়া ‘ডিজিটাল’ ও ‘দিনবদল’ –এর কুৎসিত আওয়ামী বুলিগুলোও এখানে পেস্ট করলাম। বর্তমানে দেশ কিভাবে চলছে এ্ই নোংরা গালাগালিগুলো দেখলেই বোঝা যাবে। এটাই 'ডিজিটাল বাংলাদেশ, দিনবদলের বাংলাদেশ। জাগ্রত পথ জুলাই ৭, ২০১১ @ ২:১৬ অপরাহ্ন ১.১.১ @দ্যা জোকার, * এদেশে কখনো কখনো দেখা যায় কোনো মেয়েকে ধর্ষণ করলে।

ধর্ষিতা বিচার চাইলে ধর্ষণকারী ও তার মদদদাতারা উল্টো ধর্ষিতা মেয়েটিকে দোররা মেরে একেবারে মেরে ফেলে। ঠিক তেমনি আমার ব্লগেও দেখা যাচ্ছে খিস্তি-খেউরকারী, গালিবাজদের, অশ্লীল মন্তব্যকারীদের বিরুদ্ধে কিছু বললে উল্টো অভিযোগকারীর পুরো পোস্ট এমনকি তার নিক-নেমটি পর্যন্ত ব্লগ থেকে ডিলিট করে তাকে খুন করে ফেলে। বাহ্, বাহ্। বলো সবাই জয়বাংলা, জয় হাসিনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.