আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে গ্রামীন ফোনের তরমুজ

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি

সামু ভাই এবং আফারা ভয়ানক গরম পড়ছে । হুমায়ন আহমেদের মত বললে হাবিয়াহ দোযখের হাওয়া বইছে /কালা হারির লু হাওয়া । বাংলার মানুষের এই কষ্ট সহ্য করতে পারেনি দেশ বরেন্য ফোন কমপানি গ্রামীন ফোন । তাইত সামু ভাই ও আফাগো লাইগা তরমুজ কাইটা লইয়া আইছে । তরমুজের রঙ অবশ্য গাঢ় লাল , এখন খাইনি তাই মিষ্টি না তিতা কয়বার পারুম না ।

তয় আফনাদের যাদের ব্লগ লেখতে লেখতে পানি পিপাসা লাগবে তারা কিন্তু আর কষ্ট করে উঠে গিয়ে ডাইনিং রুম থেকে পানি খেয়ে আসতে হবেনা । সামু ব্লগের পেরথম পাতায় তিন চার খান কাঁটা তরমুজের লাল লাল পিস আছে । তয় কেডা যে আবার একটু কামুর ও লাগাইছে । কারণ ,মাঝখান থেইকা দেইখা মনে অইল খাওয়া । না খাইলে মিস করবেন কইলাম ।

ফরমালিন নাই .। .। .। .। .।

.। .।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.