আমাদের কথা খুঁজে নিন

   

অকৃতজ্ঞ



অনেকটা আঁধারে যেখানে নিমজ্জিত ছিলাম তার খুব কাছেই তুমি দাঁড়িয়েছিলে প্রদীপ হাতে। একটু একটু করে আঁধার দূর হয়ে গেলো। এরপর একটি ভোর এলো স্নিগ্ধতা নিয়ে তখন একটু একটু করে দিনের শুরু আর একটু একটু করে সেই আঁধারের আলোক হাতে তোমাকেই ভুলতে বসা। ''মানুষ বড়ই অকৃতজ্ঞ। '' পবিত্র কোরআনে বার বার বলেছিলেন খোদা।

সত্যি মানুষ বড় অকৃতজ্ঞ। অনেকটা জীর্ণতার বেড়াজালে যখন জড়িয়ে ছিলাম। তার খুব কাছে ছিল না কেউ। হঠাৎ দেখা মিললো অচেনা পথের বাঁকে তোমার সাথে জীর্ণতার বেড়াজাল থেকে মুক্ত করলে আমায়। হঠাৎ একদিন তুমি জরাজীর্ণতায় জড়িয়ে গেলে সেদিন আমি দেখেও মুখ ফিরিয়ে নিয়েছি।

আমার সাধ্য ছিল তবুও আমি ভাবতে চাইনি আমি ভেবেছি তখন তুমি পুরোই একটা লস প্রজেক্ট। সত্যি মানুষ বড় অকৃতজ্ঞ। অমানুষ বড় অকৃতজ্ঞ। অনেকটা নীল কষ্ট যখন গ্রাস করেছিল কেউ পাশে আসেনি একবার জিজ্ঞেস করতেও কেউ ফিরে দেখার ফুরসৎ পায়নি । কিন্তু তুমি আবার ফিরে এলে।

অকৃতজ্ঞ একজনকে আবার মনে করিয়ে দিলে কেউ কেউ কখনোই অকৃতজ্ঞ হতে পারে না একজীবনে। সত্যি অমানুষ বড় অকৃতজ্ঞ সত্যিমানুষ বড়ই কৃতজ্ঞ এই ধরণীতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।