আমাদের কথা খুঁজে নিন

   

অকৃতজ্ঞ এ পথিক

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না।

অকৃতজ্ঞ এ পথিক সুসময়ে স্মরিনা তোমায়- সব জেনে বুঝে শুনে, লজ্জা বিসর্জনে, হাত পেতেছি ওগো তব দরজায়! চেয়ে দেখো হে দয়াল- ফকিরের বেশে পাপী দাঁড়িয়ে হেথায়! সিক্ত হতে ফের তব করুণায়! বলো, নেবেনা আমায়? প্রভু, নেবেনা আমায়? তুমি ছাড়া পথিকের কে আছে সহায়? শুকায় সাগর তবু দয়া ভাণ্ডার তব কভু না ফুরায়, হাত পেতেছিনু বেঁধে আশায় হৃদয়- প্রভু, ফেরাবে আমায়? বলো, খালি হাতে ফেরাবে আমায়?? কার দ্বারে যাবো বলো করুণার আশায়? জনম জনম প্রভু তোমারই দয়ায়- বেড়ে চলে অবিরাম করুণার ঋণ, কেমনে শুধবো বলো আমি দীনহীন? তোমাতেই পথ চলা, জীবনের ভিত গড়া, শয়নে স্বপনে আমি তোমাতে বিলীন, জীবনের সুর তুমি মরণের বীণ! জানি তুমি ফের দেবে করুণা আমায়, কারণ, তুমিই যে অভাগার শেষ আশ্রয়!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।