আমাদের কথা খুঁজে নিন

   

অকৃতজ্ঞ

মেহরাব হাসান তুমি চাওনি বলেই হয়নি হয়নি লেখা কদম ফোটার গল্প নীরবে থেমে থাকা রাতের বুকে নেমে আসা জোনাকি অথবা ল্যাম্পপোষ্ট নীরব থেকেছে তুমি নীরব থেকেছো। তুমি চাইলেই লেখা হয়ে যেতো একটি কবিতা নীরবে থেমে থাকা কবি হঠাৎ চলতে শুরু করতো জোৎস্না ভরা রাত থেকে ল্যাম্পপোষ্ট। একপাতা কবিতা নিয়ে রাস্তায় ঘুরতো উদ্বাস্তু কবি পাঠকের আশায়,তুমি চাওনি তুমি চাওনি বলেই কবিতা জুড়ে কবির আহজারি নীরব থেকেছে। বৃষ্টিভরা রাত , তুমি চাওনি চুপিসারে গল্পভরা রাত ,তুমি চাওনি ব্যস্ততা চেয়েছো,নীরব থেকেছো। তুমি চাওনি বলেই হয়নি হয়নি শোনা ঝি ঝি পোকার গান মেঘের গর্জন অথবা মোটর গাড়ীর শব্দ নীরব থেকেছে তুমি নীরব থেকেছো। তুমি চাইলেই শোনা হয়ে যেতো একটি কবিতা অভিমানী কবি হঠৎ ব্যস্ত হতো আরেকটি কবিতার জন্য,ঝুপড়ি ঘর থেকে দালানকোঠা। উদ্বাস্তু কবি রাস্তায় ঘুরতো পাঠকের আশায়,তুমি চাওনি। মেঘে ঢাকা চাঁদ,তুমি চাওনি অভিমানী রাত , তুমি চাওনি ব্যস্ততা চেয়েছো,নীরব থেকেছো। তুমি চাওনি বলেই কবিতা জুড়ে কবির আহজারি নীরব থেকেছে তুমি নীরব থেকেছো। গোবিন্দগঞ্জ জুন-২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।