আমাদের কথা খুঁজে নিন

   

অকৃতজ্ঞ ভারত



ধুলা বসে গেছে কখন! কেটেছে কুয়াশা। এখন তো সবি দেখা যায়, কে লুকায় - কে সামনে আসে বোঝা যায়, - যায়! হানাদারের ট্যাংক আর বুটের আঘাতে ধুলাময়, ঘোলা জলে কে কত করেছে মৎস শিকার, অজানা রয়ে গেল আজো। উড়ানী ধুলিরা তো কবেই গেছে উড়ে তবে আজ কিসের আঘাতে বুক চিরে দেখি এক অনুচ্চারিত যুদ্ধ চারিদিকে খাদকের বিষাক্ত নখ পিঠে চেপে বসেছে। সুদূরের বংশীবাদক ডেকেছিলো একদা এস আমার সাথে এস, ভাই হব মোরা! সে মোহ কেটেছে শরাঘাতে কৃতঘ্নের আবার ভাঙ্গিছে বাঙালির বিশ্বাস অনুরূপ। এমন দেশও আছে, নিষ্ঠুর বর্বরতা হয় তাদের জাতীয় শ্লাঘা! হায়, বন্ধুর হাতে দেখি কেন রক্তের ছাপ? ‘চাণক্য’ গেছে সে কবে, এখনো পাই যে তার নিঃশ্বাস। কই? শুনি নি তো কারো মুখে, ‘ধন্যবাদ’! ‘হাজার বছরের প্রতিশোধ’ নিলে তার - তিরিশ লক্ষ বাঙালি প্রাণ মান ইজ্জৎ দিয়ে তোমায় দিল যে উপহার! হায় ফারাক্কা, তিনবিঘা, টিপাই, কত কব আর? টিপসই নিয়ে চতুর হাতায় প্রতিবেশীর সম্পদ এ কি বলিহারি রুচি! হায়, আমার প্রতিবেশী! যে ভাঙ্গে যে কোন অজুহাতে আপনার শপথ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।