আমাদের কথা খুঁজে নিন

   

সীমাবদ্ধ তোমার তুলিটি



তুমি মাতিসের মতো সুঠাম নারীকে আঁকো তোমার তুলিতে অবিরত মনে পড়ে কতোদিন তার মুখ এঁকে,স্তন এঁকে বসিয়েছ শাড়ি কলাপাড়। বিভঙ্গ,লাস্যের ছবি কিংবা ক্ষুরধার মেধার তরঙ্গ তুমি এঁকেছ কী শাড়ি-ব্লাউজের মতো? তৃষাতুর ওই চোখে কখনো পড়েনি ধরা ফুকো ও সার্ত্রের মতো মেধায় নিয়ত- রমণীর ঝকঝকে চূড়ান্ত সৌরভ। নারীর অধিক তাকে এঁকেছো কি ঠিক ঠিক মানুষের মতো এঁকেছ কি বাণিজ্যিক পণ্যের অধিক? শিল্পের স্পর্ধায় বুঁদ হয়ে কিংবা খ্যাতিপরবশ তুমি রিরংসার ঊর্ধ্বে উঠে ছিলে স্থিত-খুব মানবিক! নারী,নারী,মাধুর্য,সৌন্দর্য-তুলি কিংবা ক্লিক সীমাবদ্ধ শেষাবধি-মেধাহীন বোধের অধিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.