আমাদের কথা খুঁজে নিন

   

সীমাবদ্ধ ভাঙচুর

মানুষের জীবনের ঢের গল্প.......

সীমাবদ্ধ ভাঙচুর রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ যেভাবেই ভাঙ্গ দুজনাই শুধু ভাঙ্গি যেভাবেই ভাঙ্গি , ভাঙ্গি শুধু দুজনাই ....... তুমি যদি তোলো পাথরের ইমারত আমি তাকে ভাংগি নিঃসর্গ ভালোবেসে আমি যদি বুনি কৃষ্ণচূড়ার প্রেম তুমি তচনচ করে ফেল তার ভূমি। যেভাবেই ভাঙ্গ দুজনাই শুধু ভাঙ্গি যেভাবেই ভাঙ্গি , ভাঙ্গি শুধু দুজনাই ....... আমি যদি আকি নগরের ইতিহাস তুমি ছেড়্ তাকে প্রেমহীনতার দোষে তুমি যদি লেখ মাধবীর গাড় মালা আমি হাতে নাই হননের হাতিয়ার যেভাবেই ভাঙ্গ দুজনাই শুধু ভাঙ্গি যেভাবেই ভাঙ্গি , ভাঙ্গি শুধু দুজনাই ....... সভ্যতা টানে দিন যাপনের দিকে নাগরিক চাকা রোখে জীবনের গতি আমাদের হাত নিঃসর্গে প্রসারিত আমাদের হাত দুজনায় উড্ধত আমরা ভাংগছি আমাদের সৃষ্মি শোক আমরা ভাংগছি এক ঘেয়ে নিল ঢুলি নগর নরকে নাগরিক গ্লানি বোধ আমরা ছিড়ছি স্বনের শব দেহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.