আমাদের কথা খুঁজে নিন

   

তারেক চাপিয়ে দেওয়া রাজনীতিক নন

তারেক রহমান কারও মতো চাপিয়ে দেওয়া রাজনীতিক নন, তিনি তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিক পটভূমির প্রতি ইঙ্গিত করে তিনি কথাগুলো বলেন। 
 
 
আজ কারওয়ান বাজার মোড়ের একটি হোটেলে আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
 
বাংলাদেশের সামপ্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের ভূমিকার প্রয়োজনীয়তা' শীর্ষক এ সভার আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার।
 
 
ফখরুল বলেন, তারেক শুধু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলেই নন, তৃণমূল থেকে তিনি রাজনীতিতে উঠে এসেছেন। তারেক কাউন্সিলরদের নির্বাচিত সিনিয়র ভাইস চেয়ারম্যান।
 
 
যুবদল সভাপতি ও আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদষ্টো শওকত মাহমুদ, বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.