আমাদের কথা খুঁজে নিন

   

সারফেস প্রোতে ছাড় দিচ্ছে মাইক্রোসফট

সারফেস আরটির পর এবার সারফেস প্রো মডেলের ট্যাবলেটে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ট্যাবলেটের বিক্রি কমে যাওয়ায় ৫ আগস্ট সারফেস প্রো মডেলের ট্যাবলেটের দাম ১০০ মার্কিন ডলার কমিয়ে দিয়েছে মাইক্রোসফট। এখন এই ট্যাবলেটের দাম ৭৯৯ ডলার। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘ওয়াশিংটন পোস্ট’।
সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট বিক্রিতে ভাটা পড়ায় এর আগে সারফেস আরটির মডেলের দাম ৩০ শতাংশ কমিয়েছিল মাইক্রোসফট।

মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাবলেটের ওপর বিশেষ ছাড়ের ফলে সারফেস প্রো ক্রেতারা ৬৪ জিবি ও ১২৮ জিবি দুই মডেল কিনলে ছাড় পাবেন। এ ছাড় সীমিত সময়ের জন্য।
যুক্তরাষ্ট্র, কানাডা, তাইওয়ান ও হংকংয়ের ক্রেতারা ২৯ আগস্ট পর্যন্ত ছাড়কৃত দামে সারফেস প্রো কিনতে পারবেন।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট নিয়ে ক্ষতির মুখে পড়েছে মাইক্রোসফট। ছাড় দিয়ে ট্যাবলেটে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।


এদিকে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই হয়তো ইনটেলের দ্রুতগতির হ্যাসওয়েল প্রসেসরনির্ভর সারফেস ব্র্যান্ডের দ্বিতীয় সংস্করণের ট্যাবলেট আনবে মাইক্রোসফট, তারই প্রস্তুতি হিসেবে পুরোনো মডেল বিক্রি করতে এ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.