আমাদের কথা খুঁজে নিন

   

অনামিকা তোমাকে

অনামিকা আজো স্মৃতির গহনা পড়েছো কি, উদাস দুপুর নির্জন রাতে ? জিপিও বক্স থেকে আসা ঠিকানা বিহীন চিঠিটার কথা আজো কি ও মনে দাগ কাটে ? আজো কি কাগজের ফেরিওয়ালা কে খুঁজে জানালার শিকে মাথা রেখে একলা দুপুর শেষ হয় আলো হারানো সাঁঝে ? আজো কি আয়োজন করে লিখতে বসো উদ্দেশ্যহীন চিঠি, উপন্যাসের বিচ্ছেদ বেদনা গুলি তোমার ও মন ছুঁয়েছে কি ? মুগ্ধ হও কি আজো অখ্যাত কোন কবির কবিতাতে, যার ঘোর কাটে রাত শেষে মুয়াজ্জিনের ভরাট কন্ঠে আহ্বান ধ্বনির সাথে ? অনামিকা, আজো ভালোবাসো কি সেই তাকে যার জন্য একজোড়া ব্যাকুল মায়া ভরা চোখ তাকিয়ে থাকতো তীব্র পিপাশাতে ? নাকি আজ ভুলে গেছো বহুদিন আগে পড়া কোন উপন্যাসের মত ই তাকে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।