আমাদের কথা খুঁজে নিন

   

অনামিকা



অনামিকা !তুমি কি জানো ,
তব এই নাম,স্‌বারথক কেন ?
বহু অন্‌বেষনে পাইনি খুঁজিয়া,
তব নাম কেন নাই ;
অঙ্‌গুলি 'পরে রত্‌ন বিরাজে,
স্‌নিগ্‌ধ তোমার ঠাঁই !
তোমাতেই হয় দেবতার পূজা,
শুদ্‌ধ কর্ম সকল ;
তোমাকেই নিয়ে গীত বাঁধে কবি,
জীবন করে সে সফল !
অনামিকাহীন মানব যে হয়,
সকল শুদ্‌ধি হারা ;
অঙ্‌গুরি তার শোভাহীন হয়,
রূপহীন যেন সারা !
অনামিকা তুমি কেমন বালিকা,
নাম তব কেন নাই ?
নামহীন হয়ে সকল বাঁধন,
তোমাতেই পায় ঠাঁই !
তোমাতেই বাঁধি মনের মালিকা,
জীবন করিগো সফল ;
অনামিকা তব মঙ্‌গল হোক,
ধরিয়া রত্‌ন সকল !!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।