আমাদের কথা খুঁজে নিন

   

অনামিকা

স্বচ্ছ মডারেশন চাই

অনামিকা-১ এখন যারা- দীঘির জলে, জ্যোৎস্নাতলে- নিজের ছায়া নিজেই দেখিস আপনভুলে; তাদের মনে- এক আকাশের একটু কোণে জায়গা রাখিস। স্বপ্ন দেখিস, অন্তরালে। অনামিকা-২ তুমি কি দাঁড়াও এসে ক্রান্তিকাল এলে ? যখন ডুবেছে মন- খড়কুটো ভাসিয়ে সে জলে; তুমি কি ধরেছ হাত ভুলিয়েছ মৃত্যুবাসনা ! অথবা অঝোর জলে একফালি বাঁকা চাঁদ হেসে- তুমি কি স্বপ্ন?নাকি ঘুমভাঙ্গা স্বপ্ন-প্রহর? অর্ধেক জোছনা আর অর্ধেক তন্দ্রালোকে দেখা- আপাদমস্তক এক মানুষের ছদ্মবেশে তুমি। তুমি তো মানুষ নও, তন্তুময় ফসলের ভূমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।