আমাদের কথা খুঁজে নিন

   

অনামিকা প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

অনামিকা প্রতি শ্রদ্ধাঞ্জলি
। ।

শাফিক আফতাব

অনামিকা আমায় মন দিয়েছিলো
মনের সাথে প্রেম দিয়েছিলো
প্রেমের সাথে ফুল দিয়েছিলো
ফুলের সাথে গান__পোড়ে তাই পরাণ !

অনামিকা আমায় আপন করেছিলো
আপন করে যাপন করেছিলো
যাপন করে সুধা দিয়েছিলো
সুধার সাথে কবিতা__আহা ! স্বর্গের সবিতা।

অনামিকা আমায় সব বলেছিলো
গোপণ যা কিছু সব বলেছিলো
অনামিকা আমায় সব দিয়েছিলো
রূপ-রস-গন্ধ__বাতাস মৃদমন্দ !!

অনামিকা আজ নেই__আছে তার স্মৃতি
জীবন চলার সেই মোর গীতি !!
২৯.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।