আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর ইউটিউব সমস্যা ও তার সমাধান

আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই

উবুন্টুর সর্বশেষ সংস্করণ উবুন্টু ১০.১০ ম্যাভরিক মিকট। কোনো কোনো ইন্টেল গ্রাফিক্স চিপসেট সংবলিত পুরোনো কম্পিউটারে উবুন্টুর এই সংস্করণটি ইনস্টলের পর ইউটিউবের ভিডিওগুলো ফুল স্ক্রিনে দেখতে কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যার মূল কারণ হলো, লিনাক্সে ব্যবহার উপযোগী ফ্ল্যাশ প্লেয়ারের সর্বশেষ সংস্করণটি হার্ডওয়্যারের সঙ্গে সমন্বয় করতে পারছে না। মোজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোমসহ অন্য সব ব্রাউজারেই একই ধরনের সমস্যা হচ্ছে। hardware acceleration অপশনটি বন্ধ করে দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে।

ব্রাউজারে ইউটিউব থেকে কোনো ভিডিও চালু থাকা অবস্থায় মাউসের ডান বাটন ক্লিক করুন এবং মেনু থেকে Settings অপশনটি নির্বাচন করুন। এর ফলে নতুন একটি উইন্ডো দেখা যাবে। সেখান থেকে “Enable Hardware Acceleration”-এর পাশের বক্সের টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। এরপর ব্রাউজারটি বন্ধ করে পুনরায় চালু করতে হবে। পরবর্তী সময়ে ভিডিও দেখার সময় ফুল স্ক্রিনে দেখতে কোনো সমস্যা হবে না।

তবে এই পদ্ধতিতে যদি সমস্যার সমাধান না হয়, তবে টারমিনাল থেকে নিচের কমান্ডগুলো ব্যবহারের মাধ্যমে করা যাবে। প্রথমে উবুন্টুতে উপরের Application >> Accessories >> Terminal খুলতে হবে। এবার লিখুন- sudo mkdir /etc/adobe echo “OverrideGPUValidation=true” >~/mms.cfg sudo mv ~/mms.cfg /etc/adobe/ প্রথম কমান্ডটি ব্যবহার করতে হলে গোপন নম্বর (পাসওয়ার্ড) লিখতে হবে। ফায়ারফক্স ব্যবহারকারীরা Flash Video Replacer (Click This Link) নামের প্রোগ্রামটি (অ্যাড-অনস) ব্যবহার করতে পারেন। এটি ব্রাউজারে যেকোনো ভিডিও চালানোর জন্য ফ্ল্যাশ প্লেয়ারের পরিবর্তে উবুন্টুর ডিফল্ট ভিডিও প্লেয়ার ব্যবহার করে।

(সামুর অনকে ব্লগারই উবুন্টু ব্যবহার করে মুলত তাদের জন্য এই পোস্ট) (সুত্রঃ প্রথম আলো, ২১-১১-২০১০) মুল লেখা এখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.