আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর নতুন সংস্করণ উবুন্টু ১০.১০



মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর নতুন সংস্করণ উবুন্টু ১০.১০ প্রকাশিত হয়েছে। এবারও ম্যাভেরিক মিক্যার্ট নামের এ সংস্করণটিতে যুক্ত হয়েছে নানা ধরনের নতুন বৈশিষ্ট্য। এ ছাড়া উবুন্টুর ডিফল্ট আইকনে পরিবর্তন আনা হয়েছে। ইনস্টলের ক্ষেত্রেও রয়েছে পরিবর্তন। নতুনভাবে যোগ হয়েছে ওয়েলকাম স্ক্রিন।

এ ছাড়া ইনস্টল করতে শুরুতেই পার্টিশন সিলেক্ট করে দিতে হবে। পরবর্তী সময়ে ইনস্টলের সময় সময়, কি-বোর্ড লে-আউট ইত্যাদি ঠিক করা হয়। এ ছাড়া সাউন্ড মেন্যুতে প্লে, পুশ, প্রিভিয়াস, নেক্সট বোতামগুলো যুক্ত হয়েছে, যার মধ্যে এ মেন্যুটি প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করা যাবে। সফটওয়্যার সেন্টারে রয়েছে বিশেষ পরিবর্তন। ছবি সম্পাদনার জন্য এর আগের সংস্করণে ডিফল্টভাবে এফ-স্পট সফটওয়্যার ইনস্টল থাকলে এ সংস্করণে শুটওয়েল নামে নতুন একটি সফটওয়্যার দেওয়া হয়েছে।

উবুন্টুর নতুন এ সংস্করণটি www.ubuntu.com/desktop/get-ubuntu/download ঠিকানার ওয়েবসাইট থেকে নামানো যাবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.