আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর প্রয়োজনীয় কয়েকটি সফটওয়ার

পথ চলতে পথ চলতে

অনেক দিন পরে আবার পোস্ট করছি সকলেই আশা করি ভালো আছে। আজকে ্পোস্ট করছি তাও আবার উবুন্টুর সফটওয়ার নিয়ে অনেকেই তো লিনাক্সের টিউন পড়েন না তা যাই হোক সেটা নিজের ব্যাপার। আমার এই টিউন টি পড়ে যদি একজন উপকৃত হন তাহলেই আমার টিউন স্বার্থক , বাজে কথা বাদ দিয়ে টিউনে আসা যাক প্রথমে বলি .rar ফাইল খোলার জন্য উবুন্টু তে .rar কোড না থাকায় উবুন্টু ইনস্টল করার পর সরাসরি .rar ফাইল খোলে না তাই আমার দেওয়া এই ফাইল ডাউনলোড করে ইনস্টল করে নিন তাহলেই .rar ফাইল খুলবে আর এটি আপনি Offline এও ব্যবহার করতে পারবেন। ***rar file opener এবার , এখন ইন্টারনেট করতে হলে আপানার Flash Player Install থাকা বাধ্যতামূলক তাই আপনাকে উবুন্টু ইনস্টল করে Flash Player load করতে 4.66 MB Download করতে হয়, তাই Flash Player টি Download করে রেখে আপনি Offline Install করতে পারবেন অন্য O.S. মতন। ***Flash Player অনেকে ব্লুটুথ দিয়ে নেট কানেকশন করে থাকেন কিন্তু উবুন্টুতে যে ব্লুটুথের জন্য যে সফটওয়ারটি থাকে সেটি দিয়ে কানেকশন করা যায় না তাই আমার দেওয়া BlueMan Devices manager দিয়ে আপনি সহজেই নেট কানেকশন করতে পারবেন। ***bluetooth manager আরও একটি উবুন্টুর নাম করা সফটওয়ারটি হল জিম্প যার কাজ সম্বন্ধে কিছু বলতে হবে বলে আমি মনে করি না, সকলেই জানে এটি Photoshop এর বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। gimp


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.