আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর ম্যাংগা পড়ুন

আমি নিজেও আমার সম্পর্কে কিছুই জানি না

উবুন্টুর জনপ্রিয়তা পুরো বিশ্বেই বেড়ে চলেছে। বিভিন্ন দেশেই বিভিন্ন কম্যুনিটি চেষ্টা করছে মানুষ যেন সহজে উবুন্টু ব্যবহার করতে পারে। আর এজন্যই বের হচ্ছে বিভিন্ন ডকুমেন্টেশন, লিনাক্স বিষয়ক ব্লগপোস্ট....... এই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন হচ্ছে উবুন্টু বিষয়ক ম্যাংগা প্রকাশ। যারা ম্যাংগা শব্দটির সাথে পরিচিত না, তাদের বলে রাখি - ম্যাংগা হল জাপানিজ কমিক্স। এই কমিক্সগুলো ইংলিশে অনুদিত হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।

বিশ্বের সবদেশেই ম্যাংগা পাঠকদের অনেক বড় বড় কম্যুনিটি থাকে। সাধারণ কমিক্সের সাথে ম্যাংগার মুল পার্থক্য এর পঠণরীতি। আমরা সাধারণ কমিক্সে পড়ি শুরুতে সর্ববামের ফ্রেম এরপর ডানদিক বরাবর অগ্রসর হই। কিন্তু ম্যাংগায় শুরুতে পড়তে হয় সর্বডানের ফ্রেম, এরপর ক্রমান্বয়ে বামদিকে এগোতে হয়। যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসি।

উবুন্টুর ম্যাংগার নাম রাখা হয়েছে উবুন্চু(Ubunchu)। ম্যাংগার শুরুতেই নতুনদের জন্য ম্যাংগার পঠণরীতি দেখানো হয়েছে। প্রতিটি এপিসোড করা হয়েছে বিশেষ কোন ফিচারের উপর। যেমন: কোন এপিসোড হয়তো উবুন্টু ডেস্কটপ ব্যবহারের উপর, কোনটা হয়তো উবুন্টুর কমান্ড লাইনের উপর। উবুন্চুর ইংলিশ সংস্করণ ডাউনলোড করার জন্য ক্লিক করুন নিচের লিংকে: Click This Link যারা লিনাক্সের কাঠখোট্টা ডকুমেন্টেশনগুলো দেখে ক্লান্ত , আশা করছি তারা এ ম্যাংগা পড়ে আনন্দ পাবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.