আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর সার্চ ইন্জিন!!!

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

আমরা যারা উবুন্টু ব্যবহার করি তাদের বিভিন্ন কাজ কিভাবে করব সেটা জানতে উবুন্টুর ফোরামগুলোতে প্রায়ই ঢুঁ মারতে হয়। উবুন্টুর ফোরামগুলোতে যারা মডারেটর বা ইউজার হিসেবে আছে তারা খুবই আন্তরিক।

একেবারে নবিস ইউজারকে সবচেয়ে বেসিক জিনিসটা অনেক ডিটেইলস করে বোঝাতেও তারা বিরক্ত হন না। আর, লিনাক্স ইউজাররা যেহেতু কোন না কোন ফোরামের (বা একাধিক) সদস্য তাই এগুলোর নলেজ বেস বিশাল। কেউ একটা সমস্যা নিয়ে প্রশ্ন করলে দেখা যায় ৫ জন ৫ রকম সমাধান নিয়ে এসেছে। ফোরামগুলোর এটা একটা বড় সুবিধা। কিন্তু তার পরেও সমস্যা যেটা সেটা হল সময়।

ফোরামগুলোতে প্রশ্ন করলে আপনি দ্রুতই উত্তর পাবেন বলে ধরে নেয়া যায় কিন্তু তারপরেও একঘন্টার কমে না,কোন কোন ক্ষেত্রে সেটা আরও বেশী হতে পারে। কাজ করতে বসে এই একঘন্টা অপেক্ষা করা খুবই বিরক্তিকর। এজন্য অধিকাংশ ফোরামেই বলা হয়ে থাকে পোস্ট করার আগে একটু খুঁজে দেখতে যে এরকম সমস্যায় আগে কেউ পোস্ট দিয়েছেন কিনা। দিয়ে থাকলে প্রথমে সেটা চেষ্টা করতে। বেসিক সমস্যাগুলোতে প্রায়ক্ষেত্রেই দেখা যায় ঠিক একই সমস্যা আগেও অনেকে পড়েছেন এবং তার সমাধানও হয়েছে।

আবার অনেক সময় দেখা যায় ফোরামে এরকম কোন পোস্ট নেই। তার মানে কিন্তু এই নয় যে আপনিই প্রথম এরকম সমস্যায় পড়েছেন। আপনি পোস্ট দেবার পরে দেখবেন কেউ হয়ত অন্য একটা ফোরামের লিংক দিয়ে বলবে ঐখানে এটার সমাধান আছে। তারমানে আপনি লিনাক্সের সবগুলো ফোরামে খুঁজলে আপনার সমস্যার সমাধান তৈরি অবস্হায় পাবেন বলে ধরে নেয়া যায়। এখন কথা হল, লিনাক্সের ফোরাম তো আর একটা দুটো না, আপনি কয়টায় খুঁজবেন।

সবগুলোতে খুঁজতে গেলে যে সময় লাগবে তারচেয়ে যেকোন একটায় পোস্ট দিলেই বরং তাড়াতাড়ি সমাধান পাওয়া যাবে। অনেকে আবার গুগলে সার্চ দিয়ে থাকেন। গুগল একটা ভাল সমাধান, কিন্তু গুগল অনেক সময় এমন লিংক দেয় যেটা ৩ বছর আগের। ঢোকার আগে বুঝতেও পারবেন না যে এটা অনেক আগের। যে সমাধান পাবেন সেটা আপনার কোন কাজে আসবে না।

এজন্য একটা স্পেশালাইজড সার্চ ইন্জিন আছে যেটা উবুন্টু আর কুবুন্টুর ফোরামগুলোতে সার্চ করে আপনাকে রেজাল্ট দেখাবে। এটা আসলে গুগলই কিন্তু সার্চ করবে নির্দিষ্ট কিছু সাইটে। সাইটগুলো হল, ubuntu.com kubuntu.com edubuntu.org launchpad.net ubuntuforums.org kubuntuforums.net ubuntuguide.org getdeb.net google groups ubuntulinux ও kubuntu ubuntu-es.org kubuntu-es.org planetubuntu.es ubuntips.com.ar guia-ubuntu.org cesarius.net tuxpepino.wordpress.com ubuntulife.wordpress.com আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন ঠিক কতসময় আগের পোস্ট আপনি চান। হতে পারে সেটা গত ২৪ ঘন্টা, গত সপ্তাহ বা গত মাস। চাইলে ফায়ারফক্সের সার্চবক্সে যোগও করে নিতে পারেন।

সাইটটির ঠিকানা, http://www.googlubuntu.com


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.