আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর গ্রাভ রিকোভার করা।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার।

Ubuntu সেটআপ দেবার পর windows সেটআপ দিলে Ubuntu রিষ্টোর করার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। ১। Ubuntu সিডি দিয়ে কম্পিউটার বুট করতে হবে। ২।

যে ড্রাইভ এ উবুন্টু সেটআপ দেয়া ছিল Places হতে সে ড্রাইভ সিলেক্ট করে মাউন্ট করতে হবে। ৩। তারপর টারমিনাল অপেন করে নিচের কমান্ড লিখতে হবে। mount | tail -l এই কমান্ড লেখার পর আপনি নিচের একটা লাইন দেখতে পাবেন। /dev/sda6 on /media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444 type ext4 (rw,nosuid,nodev,allow_other,blksize=4096) ৪।

তারপর ls /media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444/boot লিখলে বুট এর ফাইলগুলো দেখাবে। যদি না দেখা যায় তাহলে আবার মাউন্ট করতে হবে। ৫। তারপর গ্রাব ইন্সটল করতে নিচের কমান্ড দিতে হবে। sudo grub-install –root-directory=/media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444 /dev/sda যদি কোন এরোর ম্যাসেজ দেয় তাহলে নিচের কমান্ড এ চেষ্টা করতে হবে।

sudo grub-install –root-directory=/media/0d104aff-ec8c-44c8-b811-92b993823444 /dev/sda –recheck ৬। এরপর কম্পিউটার রিবুট করতে হবে। যদি গ্রাব windows কে লিষ্টে না দেখার তাহলে উবুন্টুতে লগিন করতে হবে এবং টারমিনাল অপেন করে নিচের কমান্ড দিতে হবে। sudo update-grub2 প্রথম প্রকাশঃ এখানে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.