আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুর ব্যাপারে একটু সাহয্য চাই

আমার কতগুলো ব্যাপার জানার ছিল -- আমরা উইনডোস এ কোন উইনডো বা প্রোগাম মিনিমাইস করলে নিচে সেটা টাস্কবারে থাকে সেটা দেখাও যায় আবার প্রয়োজন পরলে ক্লিক করে আবার সেটা আগের অবস্থাতে চলে আসে কিন্তু উবুনটু তে মিনিমাইস করলে তো টাস্কবারে কিছুই থাকে না সেগুলো কি করে পাব? উবুনটু তে মিনিমাইস ম্যাক্সিমাইজ, ক্লোজ বোটম গুলো উইনডোস এর মত ডান দিকে কি করে নিয়ে যাব? উবুনটু তে প্রজন্ম ফোরাম খোলে না কিন্তু অন্য বাংলা সাইট খোলে ব্যাপারটা কি হতে পারে? উবুনটু তে ওয়েব সাইটে বাংলা অকখর গুলো এক্সপির মত স্পষ্ট আসে না কি রকম যেন ফাটা ফাটা এটার কি করে ঠিক করব? উবুনটু তে শুনেছি ওয়াইন ইউস করে নাকি উইনডোস এর প্রোগাম এ চালান যায় ? চেষ্টা করেও পারিনি এই ব্যাপারে কেউ পদ্ধতিটা বিস্তারিত বলে আমাকে উপকার করতে পারেন? আচ্ছা ওয়াইন ইউস করে কি ইহাহু ম্যসেনজার বা অন্যান্য ব্রাউসার( কোমোডো ড্রাগন,ম্যাক্সথন) ইনস্টল করা যাবে কি? উবুন্টু তে ডিডিডি/সিডি রাইট করার জন্য কি করতে হবে? উবুন্তু তে কি টরেন্ট ব্যবহারের কন সুযোগ আছে? যদি থাকে সেজন্য কি করতে হবে? আপতত এগুলো সমাধানের ইন্তেজার করছি পরে আবার কিছু জানার থাকলে আপনাদের থেকে সাহায্য চাই

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.