আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে অশ্লীলতা এবং আমার একটি ব্লগালোচনা

মানবতাই ধর্ম !

ব্লগগুলোর যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশী চোখে পড়ে তা হল অশ্লীলতা। এর জন্য মডারেটররা সমানভাবে আবার কখনোবা বেশীই দায়ী । নীতিমালায় নানারকম কথা বার্তা কিন্তু প্রয়োগের যথার্থতা নেই বললেই চলে। বরঞ্চ কোন রাজনৈতিক লেখা যদি মডারেটরের পছন্দ না হয় তাহলে তা ব্লগ থেকে মুছে ফেলা হয়। এই যে স্বেচ্ছাচারিতা তা বন্ধ করা জরুরী ।

অন্যথায় ব্লগগুলোতে আসার এবং লেখার আগ্রহ অনেকেই হারিয়ে ফেলবে। ছোট্ট একটা তীক্ত অভিজ্ঞতার কথা বলি- আমি আমার ডেস্কটপে একটি ব্লগের প্রথম পাতায় সবে প্রবেশ করেছি আমার বাবা আমার পাশে বসা , সেই মাত্র একটি লেখার অশ্লীল শিরোনামে দুইজনের চোখ আটকে গেল। শিরোনামের কারণে আমি পাতার শেষে চলে এসে অন্য একটি লেখায় প্রবেশ করলাম । আমার বাবা আমাকে বললেন - " আমার তো মনে হয় ব্লগে কোন ভদ্র মানুষ লেখে না (তিঁনি ব্লগ আগে কখনোই পড়েননি তবে ব্লগিং সম্বন্ধে ধারণা রাখেন ) । আমার বাবার অনেক আগ্রহ ছিল ব্লগে একাউন্ট খুলবেন কারণ তিনি লেখালিখি করেন প্রফেশনালি।

কিন্তু ঐ কারণে আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং আমি ঘটনাটির কারণে বেশ লজ্জা বোধ করছিলাম । যাই হোক আমি এই লেখার মাধ্যমে মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি । আপনারা স্বেচ্ছাচারিতা বাদ দিয়ে আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। মত প্রকাশের স্বাধীনতা মানে এই না যে ব্লগে অশ্লীলতা অলিখিত স্বীকৃতি পেয়ে যাবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.