আমাদের কথা খুঁজে নিন

   

হতাশার জাল

কবিতা মনের কথা বলে।

জীবনের ব্যাপ্তি বিশাল কেউ জানে না অন্তিম কখন অবতীর্ন নিকটে- জানে না জীবনে চলার পথে কোথায় থামবে এ তরী! হয়ত হাল ধরে চলাই জীবনের ছন্দ, লক্ষ্য কোথায় নিবিষ্ট অবগত নয়? হারিয়ে যায় সকল রঙতুলি মনের আঙ্গীনা হতে। উদাস বনের মনে অনেক ঘটনা আন্দোলন করে, কিছু পাওয়া আর না পাওয়ার ব্যদনায়, আশার জাল বুনে হতাশার উষর বুকে। চলার পথ কন্টকাযুক্ত, কুসুমে আবৃত নয়, এইতো জীবন কখনো আশায় কখনো হতাশায় বয়ে চলে- জীবনের অসীম লক্ষ্যে,কোন এক আশার পথ চাহিয়া- আলো আর আধারের মাঝামাঝি হতাশার জালবুনে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।