আমাদের কথা খুঁজে নিন

   

'হতাশার মহাসমুদ্রে আমি'

অনেক জটিলতার মাঝে একটু প্রশান্তির আশায় ছুটে চলা।

আমি আজও অপারগ, কেন যেন পারি না বলতে তোমায়- মনের কথা !! আমি স্তব্ধ হয়ে যাই- তোমায় যখন দেখি পথে-প্রান্তরে, আমি নিয়ন্ত্রন হারি্য়ে ফেলি, হয়ে পড়ি অবশ-অসাড় কেউ। সময় পেরিয়ে যায়...... দিন শেষে বিকেল পেড়িয়ে চাঁদ জ্বলা রাত নামে, তারার মেলা বসে- দূর আকাশে, আমি ব্যর্থ বুকে, অতৃপ্ত মনে ফিরে আসি আমার সীমানায়। হয়তো আর একটি একটি নতুন দিনের জন্য, আর একটি বিকেল কিংবা গোধূলীতে, তোমায় দেখার প্রচন্ড আকাঙ্খায়- সারা দিনের ব্যস্ততা শেষে ক্লান্ত আমি তোমায় খুঁজি- পথের ভিড়ে। হয়তো আসো, হয়তো আসো না, হয়তো দেখি, হয়তো দেখি না, তবু আমি খুঁজি তোমায়, আশায় থাকি তোমায় দেখার।

এভাবেই কেটে যায়- আমার দিন শেষের প্রতিটি বিকেল (অজস্র আশাময়), প্রত্যশার সাথে প্রাপ্তির যোগ আমার নেই বললেই চলে। তবুও তোমায় খুঁজি, যদিও হঠাৎ দেখি, তারপরও থেকে যায় একরাশ হতাশা। হতাশা- বলতে না পারার, তোমায় না পাওয়ার। তবুও খুঁজি তোমায়, ডাকি চোঁখের ইশারায়। ।

-অভি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।