আমাদের কথা খুঁজে নিন

   

হতাশার নাম মাশরাফি

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........
আবার মাশরাফির ইনজুরি, এবার এমন সময়ে এল যখন তাঁকে বড্ড প্রয়োজন । আনকোরা কিছু তরুণ, যাদের ৭ জনের টেস্টে অভিষেক তারা দেখিয়ে দিল কিভাবে বল করতে হয়; ধৈর্য্য ধরে ব্যাট করতে হয় । এসব তরুণের বল যখন আমাদের তথাকথিত স্বীকৃত ব্যাটসম্যানেরা খেলতে পারছিল না তখন নতুন নেতৃত্ব পাওয়া এক তরুণ নিজের সীমিত সামর্থ্য নিয়ে খেলে গেল । লজ্জা দিল দেশসেরা ব্যাটসম্যানদের , যাদের কাছে মুরালি যেমন ভয়ঙ্কর তেমন ভয়ঙ্কর সদ্য টেস্ট খেলতে নামা কামার রোচ । তারা খেলেন নিজেদের খুশি মতো ।

আবার বলেন আইসিএল-প্লেয়াররা এলে আমরা খেলব না । আরে, এই আইসিএল প্লেয়ারদের দু'জন গতবার সেঞ্চুরি করেছিল , ৪০০ পেরিয়েছিল প্রথম ইনিংসে ; আর বর্তমানের টাইগাররা (!!!!) ? যাদের নিয়ে টনি কোজিয়ার আশাবাদি ছিলেন , এদের কাছে এই উইন্ডিজ পারবেনা । এখন কিভাবে তার সাথে মুখ দেখাবেন ঐ সাংবাদিক ? আউটের ধরন বলে দেয় এরা এখনও টেস্ট ক্রিকেট কি বুঝতে পারেনি (ইমরুল,সাকিব,মাশরাফি,রাজিব বাদে) । এখনো অফ স্টাম্পের বাইরে খোঁচা দিতে তাদের মন আনচান করে , চার মারার পরের বলে পুল করতে চায় । তারা কেন ভুলে যায় সেখানে এমন একজন বিচারক আছেন যিনি বহুবার বাংলাদেশকে অন্যায়ভাবে কাঁদিয়েছেন ।

তখনই আবির্ভাব সে তরুণের , যে অনেকবার দেশকে লজ্জার হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছে । বল হাতেও তার কাছে দাবি ছিল , সেসব পূর্ণ করার আগে ইঞ্জুরি তাকে ছিটকে দিল মাঠের বাইরে; বানিয়ে দিল দর্শক । দেখল আরেক তরুণের অধিনায়কত্ব , যাকে সদ্য সাবেক হওয়া আরেকজনের পরামর্শ না দেয়ার দৃশ্য । সত্যি , আমাদের আশার নাম যে মাশরাফি ; হতাশার নামও যে মাশরাফি !
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।