আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাওয়াশ করেই ছাড়লো!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

জগত দেখলো প্রথম বাঙলাওয়াশ কাকে বলে! নিউজিল্যান্ডকে ভেঙেচুড়ে গুড়োগুড়ো করে প‌্যাকেট করে দিলো বাংলাদেশ! আতাহার আলী বাঙলাওয়াশ শব্দটাকে যেভাবে বলছে মনে হচ্ছে বাশডলা আর কাকে বলে। এবার অস্ট্রেলিয়া আর ইন্ডিয়াকে এমন একটা বাশডলা দিতে হবে প্রতিবার যখন সাকিব ভালো খেলে তখন মনে হয় বিসিবির চেয়্যারম্যানের গালে একটা জুতা মারে। সাকিবকে একবার নতজানু হতে হয়েছিলো এবং সেই ছবি পত্রিকায় বড় অপমানজনকভাবে ছাপা হয়েছিলো। প্রতিবার বাংলাদেশ টিম যখন জেতে তখন সেইসব ধারাভাস্যকারদের পাছায় বাশডলা দিতে ইচ্ছে করে যারা বাংলাদেশের টেস্ট স্টাটাস কেড়ে নেবার পক্ষে ওকালতি করেছিলো। সালারা ভুলে যায় - টাইগার যখন নেমেছে মাঠে, সব দলকে ঠিকই একদিন গিলে খাবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.