আমাদের কথা খুঁজে নিন

   

শেকড়

মুহসিন আব্দুল্লাহ

শেকড় মুহসিন আব্দুল্লাহ মানুষেরও শেকড় আছে জানতাম না জানলাম, যখন শিকড়টায় পড়লো টান । মানুষের শরীর আছে, আছে হাত পা জানতাম আত্না আছে, আছে প্রাণ । মানুষের শেকড়ও আছে জানতাম না জানলাম, যখন শেকড়টায় পড়লো টান । মানুষ খায় দায় ঘুমায় হাটে চলে কারনে অকারনে অনর্গল কথা বলে মানুষের জীবনে আছে সুখ দু:খ হাসি মানুষের জীবনে আছে সুর আর গান- মানুষের শেকড়ও আছে জানতাম না জানলাম, যখন শেকড়টায় পড়লো টান !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।