আমাদের কথা খুঁজে নিন

   

শেকড় উপরানোর প্রতিজ্ঞা

বন্ধুভাবাপন্ন

শেকড় কি অগ্রাহ্য করা যায়? ঝলমলে রঙিন সতেজ গাছগুলোও কি তা পারে? শত হলেও তাদের চমৎকার ঐ ভিত্তিতে নিকষ কালিমাকি দৃষ্টিগ্রাহ্য নয়? মর্ত্য হৃদয়ের আবর্জনা রস তো তার দেহেও। শেকড় কি মুছে ফেলা সম্ভব? নিষ্পাপ সুদর্শন হিরক চোখের মাছেরা কি তা পারে? হাজার হলেও চকচকে ঐ শরীরী দোলায় লোভী ুধার্ত রূপকি চোখ এড়ায়? তাদের পুষ্ট গঠনের আড়ালেতো ময়লা বা মৃতদেহ। শেকড়েরা কি মোচনযোগ্য? জ্ঞান-বিবেচনাবোধ-বুদ্ধির শ্রেষ্ঠ প্রতিমা মানুষ কি তা পারে? কোটি বছরের বৃদ্ধ ঐ কোলাহলের নিষ্ঠুর সংস্কারগ্রস্থতা কি না দেখে থাকা যায়? ঐ আধুনিকতার শেকড়েতো ধর্মান্ধ সা¤প্রদায়ীক কুসংস্কারের অভয়ারণ্য। জানি তবু থামবো না। সকল কালোর অন্ধকারকে আমৃত্যু ঠেলবো; আমৃত্যু চলবে আমার প্রতিবাদ। নতুন সকালের বীজ পুঁতবো উপড়ে ফেলে পুরনো শেকড়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।