তবু যদি মিলে যায় সময়,
যদি পেয়ে যাই একটা ছুটির দিন
বহুদূর চলে যাব একা
তোমাদের এ শহর ছেড়ে, দর কষাকষির ভালবাসা ছেড়ে
কোন এক শ্যামল গাঁয়
যেখানে দোয়েল শিস দেয়, প্রজাপতি মেলে ডানা
ফড়িং এর পিছু ছোটে অদম্য কিশোর,
গভীর রাতে রাখালিয়া বাঁশি কেড়ে নেয় কারো ঘুম,
যেখানে মানুষ এখনো মানুষ।
তোমাদের এ বৈদ্যতিক আলো, মেট্রো বাস-আণ্ডার পাস
হত্যা আর নির্যাতনের খবর ছাপানো কোন দৈনিক
কোন কিছুই আমাকে আর টানেনা
আমাকে টানে বড় বেশি টানে
চাঁদের মায়াবি আলো, নদীর উদার স্রোত, আর-
আঁকাবাকা মেঠো পথ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।