আমাদের কথা খুঁজে নিন

   

শেকড়

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

পাতার তরণি ভেসে যায় দুকুল ছাপিয়ে ওঠে মুগ্ধতায় মরা শেকড়ের ঘ্রাণে কাছের মানুষেরা টুকরো কাচের ভিতর ছায়া ফেলে দুলে ওঠে ঘড়ির কাঁটায়, অতৃপ্ত বধির জনসঙ্গমের মহূর্তগুলি স্তূপ করে রাখি ঘুমহীন বারান্দায় ফাঁকা পড়ে থাকা সাঁকোগুলো পার হতে গিয়ে যারা ভুলে গেছে কৌমগান, তাদের অন্তর জমিনে জন্ম নেওয়া শহরের আঁকাবাঁকা রাস্তাগুলো দুমড়ানো ঢেউ তার মধ্যে অসংখ্য চতুর মানুষেরা খুলির আকাশে উড়তেছে চকচকা মুখোশের পর মুখোশে ভরে উঠছে চারিদিক, পাতার তরণি আর সাঁকোগুলো মিশে যাচ্ছে তাদেরই ছায়াতে, শুধু তাদের পিঠের উপর ছুরিবিদ্ধ ফুলগুলো তাকিয়ে আছে শেকড়ের দিকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।