আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আমার দুই বছর : ঈদ, ঈদের কেনাকাটা, প্রভার উধাও হওয়ার মত বড় খবরের মাঝে একটা ছোট্ট খবর



বিপদ কখনও একাকী আসেনা। বড় খবরগুলোও তেমনি, একটা করে আসেনা। একসাথে অনকেগুলো বড় খবর এসে দাঁত বের করে হাসে। ইদানিংকালের বড় খবর অনেক। সবচেয়ে বড় খবর ঈদ আসছে।

তার আগে তার চেয়েও বড় খবর ঈদের কেনাকাটার ধুম শুরু হয়ে গেছে। ধারাবাহিকভাবে আরও খবর হিসেবে হয়তো কদিন পর দেশ মাতাবে মহিলাদের নানান নামের শাড়ি। যা নাম ইতিমেধ্যই শোনা যাচ্ছে তাতে সেটাকে কোনও ভাবে ফেলে দেয়া যায় না। ক্যাটরিনা, শাকিরা, অক্টোপাশ শাড়ি ইতিমধ্যে বড় খবর হিসেবে আওয়াজ তুলছে সবর্ত্র। আরেকটা বড় খবর আমাদের মাঝে রেখে প্রভা চলে গেল অপূর্বর কাছে।

তার চেয়ে বড় খবর, প্রকাশ করে দিয়ে প্রভার প্রাক্তন প্রেমিক রাজীব। দল বেধে সবাই ঝাপিয়ে পড়েছে সেই খবরের সত্যতা জানতে। এতো এতো বড় এবং আলোচিত খবরের মধ্যে আমার একটা ছোট্ট খবর ছিল। ঘটা করে বলার চিন্তা করেও বলার সাহস হচ্ছেনা। ভার্চূয়াল বাংলা ব্লগে আমার দুই বছর পেরিয়ে গেছে।

প্রথমে অত্যন্ত বড় মনে করে এই খবর যাকেই বলতে গেছি সে-ই ব্যস্ত। রাস্তায় জ্যামে আছে। ইফতারির আয়োজন করছে। সেহেরীতে উঠতে হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে।

তবে, তাই বলে তো এমন একটা খবর এভাবে যেতে দেয়া যায় না। সবাই চলে গেলে যাক মার্কেটে। প্রভা চলে যাক অপূর্বর হাত ধরে। কিন্তু আমার এই খবরকে এভাবে চলে যেতে দেয়া যাবেনা। কারন দুই বছর কোনওভাবেই কম সময় না।

দুই বছরে একটা ক্লাশ এইটের কিশোর স্কুল লাইফ শেষ করে ফেলে। দুই বছরে কোনও প্রেমিক যুগলের প্রেম এবং ঝগড়াঝাটি শেষে আবার নতুন প্রেমের আবাহন শুরু হয়ে যেতে পারে। দুই বছরে একটা নবদম্পতির ঘরে সদস্য বেড়ে সংখ্যা তিন-এ দাড়িয়ে যেতে পারে। দুই বছরে নতুন কোনও সরকারের মাধ্যমে জনগনের অর্ধেক নাভিশ্বাস বেড়িয়ে যেতে পারে। তাই দুই বছরকে কোনও ভাবে ফেলে দেয়া যায়না।

তাই দুই বছর ব্লগে থাকার কৃতিত্বকে ফেলে না দিয়ে ব্লগে তুলে দিলাম। ছবি : গুগলে সার্চ দিয়ে দেখি এক বিদেশী এক ভদ্রলোক ব্লগে আমার দুই বছর উপলক্ষ্যে ব্যাপক আনন্দে ইয়া বড় এক কেক নিয়ে বসে নিজের একটা ছবি তুলে রেখেছেন। তাই সেটাও সংযুক্ত করে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.