আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ড, অফ দ্য রেকর্ড

কিছু না বুঝে কিছু বলে যাওয়াই আমার একমাএ গুন



মুক্তিযোদ্ধাদের আমি বাঁচিয়ে রেখেছি শুধু চেতনা নামক শব্দে
সেই শব্দের অর্থে নয়
তাঁদের নিয়ে বিশেষ কিছুদিনে কথা বলতে আমার ভালো লাগে
বিশেষ করে পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায়
তাঁদের শ্রদ্ধায় গলে-গলে চুইয়ে-চুইয়ে পরতে দারুন লাগে

মুক্তিযোদ্ধা শব্দটাই এখন জাতিসত্তার হাল ফ্যাশন হয়ে গেছে
আমি কতটা দেশকে ভালোবাসি, কতটা দেশ নিয়ে ভাবি
এই কথাটা বোঝানোর জন্য "মুক্তিযুদ্ধের চেতনা" নামক শব্দটা
পল্টনের ময়দানে দাঁড়িয়ে না বললে বক্তৃতাটা ঠিক জোস্‌ পায়না
গণমাধ্যম গুলোও আমার এই কথাটাকেই তুমুল বেগে প্রচার করে
আর তাছাড়া কখনো-সখনো কেউ আমার গায়ে কাঁদা ছিঁটাতে আসলে
"মুক্তিযোদ্ধা" ঢালটা বেশ কাজ দেয়-আমার গায়ে কোনো কাদাই পরেনা

একবার কে যেনো আমাকে বলেছিলো-
"আপনি তো দূর্নীতি করে, চাঁদাবাজি করে কালো টাকার পাহাড় গড়েছেন
জনগনের টাকা মেরে খেয়েছেন, আর কতো অন্যায় করবেন?"
তাঁকে তখন "মুক্তিযোদ্ধা" রোলারে ডলা দিয়ে বলেছিলাম-
" দূর্নীতি করেছি- আমি? চাঁদাবাজি করেছি- আমি?
কোথায় করেছি? কোন দেশে করেছি?
এই দেশে, সোনার মতো এই বাংলাদেশে
ভাইরে দেশটা কি আমার না, আপনার না, আমাদের সবার না
এই দেশটা কি আমরা নয়-নয়টা মাস জীবন বাজিঁ রেখে যুদ্ধ করে স্বাধীন করিনি
৩০ লক্ষ শহীদ- অজস্র বীরাঙ্গনার বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশটা কি
সস্তায় পাওয়া মনে হয় আপনার কাছে-না রে ভাই এতো সস্তা না
মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে আছি বলেই তো আজো বেচেঁ আছি
না হলে সেই কবেই........থাক বাদ দেন, যা বলছিলাম
আপনি কি জানেন যেই মুক্তিযোদ্ধারা আমাদের একটা স্বাধীন দেশ এনে দিলো
তাঁরা অনেকেই আজ কত কষ্টে খেয়ে-না খেয়ে বেঁচে আছে
আপনি কি মনে করেন- এটাই ছিলো তাঁদের প্রাপ্তি
আমরা কি তাঁদের জন্য কিছুই করতে পারিনা, বলেন ভাই পারিনা?"
আমার কথা শুনে সে লোক আমাকে কি প্রশ্ন করেছিলো সেটাই ভুলে গেলো
বুঝেন তাহলে "মুক্তিযোদ্ধা" কথাটার শক্তি কেমন

অফ দ্য রেকর্ড -
আরে বাবা তোমরা মুক্তিযুদ্ধ করতে গেছো, গেছো,ভালা কাম করছ
তোমাগো মনের খয়েশ মিটছে, দেশ স্বাধীন হইছে
অহন তোমাগো মাথায় নিয়া নাঁচনের তো কিছু নাই

এবার আবার মূল কথায় ফিরে আসি-
মাঝে-মাঝে আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবলে খুব আহত হই
৭১ এ যারা না থাকলে এই দেশটা থাকতোনা, স্বাধীনতা থাকতো না
তারাই আজ অনেকে দারিদ্রের পরাধীনতার শিঁকলে বন্ধি
এ যেনো হানাদারদের বিরুদ্ধে যুদ্ধের কড়াই থেকে
স্বাধীনতা নামক ক্ষুধার আগুনে ঝাঁপিয়ে পরা

অফ দ্য রেকর্ড-
ফানি, ভেরি ফানি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.