আমাদের কথা খুঁজে নিন

   

বিধি, এ তোমার কেমন বিধান



। । ১। । তুমি আসো ছাদে আমি আছি গাছতলাতে রোজ বিকালে দেখা হয় দু'জনাতে।

। । ২। । তুমি উড়াও ঘুড়ি আমি বাজাই বাশি এইতো আমরা বেশ আছি।

। । ৩। । একদিন কোথা হথে কী হলো একটা ঢেল এসে পড়ল আমার মাথাতে উফ! বিষম ব্যথায় ককিয়ে উঠি তোমার পত্রখানা পড়িতে।

। । ৪। । তুমি যাবে চলে শ্বশুড় বাড়ি উড়াবে না আর ঘুড়ি আমার বাঁশিও আর বাজবে কী? ।

। ৫। । শুন্য পৃথিবী তুমিহীন ছাদ একলা আমি একপাল গরু নিয়ে কাটবে কী আমার দিনলিপি? । ।

৬। । বিধি, এই ছিল তোমার মনে? তবে কেন বুকে ভালোবাসা দিলে? আমাকে বানালে রাখাল আর সে রাজকুমারী।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।