আমাদের কথা খুঁজে নিন

   

বিধি লংঘন: দৃশ্যপট নিউ ইয়র্ক

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এসব স্কুলে অনেক ক্ষেত্রেই বৈদ্যুতিক তারের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। অপ্রশস্ত দরজা-জানালা এবং পর্যান্ত আলো-বাতাস না থাকার কথাও এসেছে অনেক স্কুলের ক্ষেত্রে।
‘সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নে ‘ এই  পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে ডেইলি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মে পর্যন্ত নিউ ইয়র্কের ১ হাজার ১০০ স্কুলভবনে ভবন ও পরিবেশ বিধিমালা লংঘনের মোট নয় হাজার ৬৯৩টি ঘটনা ঘটেছে।
এর মধ্যে কৃষ্ণাঙ্গ অধ্যুষিত হারলেমের ইন্টারমিডিয়েট স্কুল-১৯৫ এর ভবনে সবচেয়ে বেশি ১২৪টি বিধি লংঘন হয়েছে।
গত বছর মার্চে স্কুলটি পরিদর্শনের সময় অধ্যক্ষ রাশুন্ডা শ’ বলেন, তাদের স্কুলে ইদুরসহ নানা ধরনের পোকামাকড়ের উপদ্রবও রয়েছে।


এ বিষয়ে সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন লোকাল ৩২ বিজের প্রেসিডেন্ট হেক্টর ফিগুয়েরোয়া বলেন, এসব স্কুলের অনেকগুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির মতো পরিস্থিতিও তারা দেখেছেন।
বেশ কয়েক বছর বা মাস আগে এসব সমস্যা ধরা পড়লেও সমাধান না হওয়ার জন্য স্কুলভবন রক্ষণাবেক্ষণে বরাদ্দ কমিয়ে আনার বিষয়টিকে চিহ্নিত করছেন সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তারা।
গত ২০১১ অর্থ বছরে এ খাতে ৭০০ মিলিয়ন ডলার বরাদ্দ কমানো হয়। বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১০-২০১৪) এ খাতে মোট ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ কমানো হয়েছে।
তবে শিক্ষা বিভাগের মুখপাত্র মারগি ফিইনবার্গ বলেন, ভবন মেরামত ও পুনর্নির্মাণের জন্য তারা তিনশ’ কোটি ডলারের বেশি ব্যয় করছেন।


তিনি বলেন, নগরের স্কুলগুলোতে ভবন বিধিমালা লংঘনের বিষয়টি ‘ততোটা’ গুরুতর নয়। যেসব সমস্যা রয়েছে সেগুলো ঠিক করতে তারা কাজ করছেন।
“আমরা পরিচ্ছন্ন ও নিরাপদ স্কুলের জন্য কাজ করছি। যখনই কোনো অনিয়মের খবর আসে তখনই তা মেরামত/সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে,” বলেন ফিইনবার্গ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।