আমাদের কথা খুঁজে নিন

   

বিধি যদি ভাগ্যটাকে লিখতো নতুন করে

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে বিধি যদি ভাগ্যটাকে লিখতো নতুন করে আর কিছু চাইবোনা আমি চাইবো শুধু তরে তোরে নিয়া সুখের বাসর গড়বো কুঁড়ে ঘরে স্বগ্ সুখে থাকবো দু.জন থাকবো জনম ভরে!! যতন করে রাখতাম তোরে আমার বুকের মাঝে মনের মত সাজাইতাম তারে নানা রঙ্গের সাজে আমি শুধু দেখতাম তোরে দেখতো নাতো পরে!! মরার পরেও দুটি কবর হইতো পাশা পাশি অনন্ত কাল থাকতো মোদের ভালবাসা বাসি তোরে ছেড়ে কোনদিনও যাইযোনাতো দুরে স্বগ্ সুখে দু.জন থাকবো জনম ভরে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।