আমাদের কথা খুঁজে নিন

   

বিধি বাম, কই বাম?

আদর্শ আর নীতি নিয়ে ওদের অনেক বড়াই ছিলো ওদের কাছে মুক্তিযুদ্ধ ‘দুই কুকুরের লড়াই’ ছিলো! চিরকালই এই দাদারা ইহার উহার লেজুড় ছিলো এই দাদাদের পোটলায় লাল খোর্মা এবং খেজুড় ছিলো!
আন্দোলনে তেল-গ্যাস আর রামপালের অই বনটা ছিলো ওদের প্রতি কারো কারো মৌন সমর্থনটা ছিলো। কিছু কিছু সৎ মানুষের জন্যে ওরা টিকে আছে কিন্তু বোঝা যায় না ওরা আসলে কোন দিকে আছে!
বোমায় মানুষ ঝলসে গেলে কয় না কথা এই দাদারা বিম্পি-জামাত না থাকিলে নির্বাচনে নেই দাদারা! ২ কাদিরার ফাঁসি হলো। ব্যথা পেলো অন্তরে চিরচেনা চিরবুড়ো ভামরা। এ বিষয়ে কথা নেই, নেই কোনো বিবৃতি, গ্যাড়াকলে পড়ে গেছে বামরা। ৩ বাম থাকে কোনদিকে? থাকবার কথা তার বামে। বলবো কী বিধি বাম, বাম দিকে নেই বাম, বাম থাকে শুধু চামে চামে...
১৪ ডিসেম্বর ২০১৩

সোর্স: http://www.sachalayatan.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।