আমাদের কথা খুঁজে নিন

   

বাবুলের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

বাবুলের মালিকানাধীন সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব মামলায় একশ’ ৫৫ কোটি ১৯ লাখ ১৪ হাজার দুইশ’ ৩০ টাকা তথ্য গোপন এবং ৪৫ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৮৮ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।
রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ  জজ মো. জহুরুল হকের আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন কর্মকর্তা বাদী হয়ে এসব মামলা করেছেন বলে এ আদালতের অতিরিক্ত পিপি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। 
বিবাদী করা হয়েছে নুরুল ইসলামের স্ত্রী সালমা ইসলাম ও তার ছেলে শামীম ইসলাম, যমুনা ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং, যমুনা স্পিনিং মিলস লিমিটেড, শামীম রোটর স্পিনিং মিলস লিমিটেড, শামীম কম্পোজিট মিলস লিমিটেড, যমুনা ওয়েল্ডিং ইলেকট্রনিক্স লিমিটেড, শামীম স্পিনিং লিমিটেড ও যমুনা ডিস্টিলারি লিমিটেড।
বিচারক আগামী ২৬ মে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে শুনানির দিন রেখেছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.