আমাদের কথা খুঁজে নিন

   

এফবিআই হেফাজতে হত্যা

যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি সহিংস হয়ে ওঠায় তাকে গুলি চালাতে বাধ্য হন গোয়েন্দা কর্মকর্তারা।
নিহত ব্যক্তির নাম ইব্রাগিম তোদাশেভ (২৭)। জাতিতে চেচেন এই ব্যক্তি আগে বস্টনে থাকতেন, যেখানে এক মাস আগে ম্যারাথনে বোমা হামলা হয়।  
বস্টনে ১৫ এপ্রিলের বোমা হামলায় জড়িত সন্দেহে এফবিআই এর আগে যে দুই ভাইকে চিহ্নিত করে, তারাও ছিল জাতিতে চেচেন। এফবিআই এক বিবৃতিতে বলেছে, তোদাশেভ সহিংস সংঘর্ষে লিপ্ত হলে তাদের ওই বিশেষ এজেন্টের পাল্টা আক্রমণে তার মৃত্যু হয়।

আর জখম হওয়া ওই এফবিআই এজেন্টকে পরে হাসপাতালে নেয়া হয়, তবে তার অবস্থা গুরুতর নয়। বস্টনের ওই বোমা হামলায় তিনজন নিহত এবং ২৬৪ জন আহত হয়েছিলো। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, পুলিশের গুলিতে নিহত বস্টন বোমা হামলার প্রধান সন্দেহভাজন তামেরলান সারনায়েভকে চিনতেন তোদাশেভ। কিন্তু তামেরলানের সঙ্গে পরিচয় থাকলেও তোদাশেভ বোমা হামলায় জড়িত ছিলেন না বলেই দাবি করেছেন তার বন্ধু খুশেন তারামভ। তিনি ফ্লোরিডা নিউজ থার্টিনকে বলেন, বস্টনে বোমা হামলার পরপরই এফবিআই তোদাশেভকে অনুসরণ করতে থাকে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।

“একদিন তারা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করল, বোমা হামলার পরদিন থেকেই। বোমা হামলা না, বোমা হামলাকারীরা চেচেন, এটা দেখার পরই তারা আমাদের পিছু নিতে শুরু করে,” বলেন তারামভ। বস্টনে বোমা হামলা হওয়ার আগে তোদাশেভ চেচনিয়া যাওয়ার জন্য যে টিকিট কিনেছিলেন, তাও তদন্তকারীরা বাতিল করে দিয়েছিলো বলে তারামভ জানান। হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ মাসের শুরুর দিকে অরল্যান্ডোর একটি শপিং সেন্টারে পার্কিং এর জায়গা নিয়ে এক বচসার জেরে তোদাশেভকে গ্রেপ্তার করা হয় বলে এফবিআই জানিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.