আমাদের কথা খুঁজে নিন

   

এফবিআই প্রধানের দায়িত্বে আসছেন জেমস কমে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আইন বিভাগের সাবেক কর্মকর্তা জেমস কমেকে এফবিআই-এর পরবর্তী প্রধান হিসেবে বেছে নেবেন বলে আশা করা হচ্ছে। প্রক্রিয়াটির সঙ্গে ঘনিষ্ঠ একসূত্র বুধবার এ তথ্য জানিয়েছেন। ৫২ বছর বয়সী কমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরও আগে তিনি নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের আইন বিভাগ ছেড়ে দেওয়ার পর কমে বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের উপদেষ্টা হিসাবে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সর্বসাম্প্রতিক সময়ে কমে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সিনিয়র রিসার্চ স্কলার হিসেবে যোগ দেন। ওবামার সিদ্ধান্তের ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ওবামা কমে’র প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। তবে এ ব্যাপারে কখন ঘোষণা দেওয়া হবে তা এখনো পরিষ্কার নয়। হোয়াইট হাউজের হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার লিসা মোনাকোও এই পদের জন্য বিবেচনায় রয়েছেন বলে জানা গেছে।

ওবামা কমেকে মনোনীত করলে এবং এই মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদিত হলে রিপাবলিকান কমে এফবিআই পরিচালক রবার্ট মুয়েলারের স্থলাভিষিক্ত হবেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থায় (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলার কিছুদিন আগে এফবিআই-এর দায়িত্ব নেন মুয়েলার। ওই ঘটনার পর মুয়েলার সরে দাঁড়াবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু এরপর থেকে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তিনি সংস্থাটির প্রধান হিসেবে কাজ করে আসছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.