আমাদের কথা খুঁজে নিন

   

অবান্তর

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

অবান্তর অনেক কিছু বলার ছিল বলার ভাষা ছিল না। অনেক কিছু জানানোর ছিল কৃতঘ্ন হবার সাধ ছিল না। অনেক কিছূ লেখার ছিল লেখার অর্থ ছিল না। অনেক কিছু জানার ছিল পথ হারাবার স্বপ্ন ছিল না।

অনেক গান গাওয়ার ছিল কণ্ঠ তখন সুর দিল না। অনেক সুখের স্মৃতি ছিল মনে করার মানে ছিল না। তারপরেও পথ চলার ইচ্ছে ছিল যেমনটি চলছিল, চলছে কাধে নিয়ে। নিয়তি একটু একটু করে এগিয়ে চলি অত:পর পিছিয়ে পরি একবারে সবখানি। সময় জানেনা মন মানেনা, তাই খুঁজি পুরাতন কে পিছে ফেলে নতুনের দিকে ঝুকি।

না তুমি জান, না আমি নিয়তির সংজ্ঞা নিয়তিই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।