আমাদের কথা খুঁজে নিন

   

অবান্তর প্রশ্ন



আমার রুমমেট একজন বাঙ্গালী। স্টুডেন্ট ভিসায় এদেশে এসেছে ল পড়ার উদ্দেশ্যে। তার বাবা প্রধান মন্ত্রীর ডিরেক্টর। বোঝা যায় অনেক বড়লোকের ছেলে। তার কথাবাতা চালচলণ সবকিছুতে সে এটা প্রকাশ করে।

ক্লাশে যায় মাঝে মাঝে বাকি সময় ঘুরাফেরা আর বন্ধুদের নিয়ে মজা করা। এখানে আসার তিন মাস পরে হঠাৎ একদিন সে জানালো তার বাবা মা আসছে তাকে দেখার জন্য। আমি যেন তার সম্পকে কোন বাঝে মন্তব্য না করি তার বাবা মার কাছে। অতপর বাবা মা এলেন। সেই রাতে ঝগড়া শুরু হলো তার বাবা আর মার সাথে।

বিষয় একটাই ছেলে এত কষ্ট ক ের এই বাসায় একরুমে দুইজন একসাথে থাকে কিভাবে। তার বাবা যতই তার মাকে বোঝাতে চান ততই তিনি রেগে যান। এত কষ্ট করে কি লেখাপড়া হয়? তোমার বন্ধু হারিস সাহেবর এক ছেলে এক মেয়ে এদেশে লেখাপড়া করছে। তিনি তাদের চারশত হাজার পাউন্ড দিয়ে বাড়ী কিনে দিয়েছেন আর তোমার এত পয়সা থাকতে আমার ছেলে কিনা এত কষ্ট করবে? অতপর একমাসের মধ্যে নতুন বাড়ী কেনা হলে আমার রুমমেট সেখানে শিফট হলো। সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা থাকবেই কিন্তুপ্রশ্নহলো আমাদের কয়টি মা আমাদের বাবাগুলোর আয়ের উৎস চিন্তা করে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।