আমাদের কথা খুঁজে নিন

   

ম্যালা বই এর বইমেলা ২০১০ -শেষ পর্ব



গল্পগ্রন্থ গদ্যসমগ্র-১,২ নির্মলেন্দু গুণ বাংলাপ্রকাশ মূল্য-@৪৫০ টাকা ত্রৈলোক্যনাথ রচনা সংগ্রহ সাহিত্য প্রকাশ, মূল্য-৪৫০ টাকা খুব বিরল একটি বই; বাংলা সাহিত্যের প্রথম দিককার অথচ আধুনিক- রম্য লেখক বলা চলে ওনাকে। ঘরভরতি মানুষ অথবা নৈ:শব্দ্য- আহমাদ মোস্তফা কামাল পাঠসুত্র- মূল্য ১৩০ টাকা বিশে বিষ- গোলাম কিবরিয়া পাঠসুত্র মূল্য- ১২০ টাকা কিবরিয়া সাহেবকে ব্লগের কেউ চিনতে পারার কথা নয়। তবে ব্লগার ভূতের আড্ডাকে সবাই চিনেন। চমৎকার ২০ টি গল্পের সংকলন। অফলাইন- ব্লগারদের গল্প সংকলন জাগৃতি প্রকাশনী মূল্য ১৬০ টাকা চোখ বুলিয়ে মনে হলো বেশ কিছু ভালো অপঠিত গল্প পাওয়া যাবে।

সায়েন্সটুন- আহসান হাবীব সৃজনী- মূল্য ১০০ টাকা দায়সারা গোছের রম্য লেখা। রেটিং ৬/১০ ম্যানেজার চাচার গুলগল্প - সাজ্জাদ কবীর প্রগতি পাবলিশার্স মূল্য ৮০ টাকা কিশোর সাহিত্য- গল্পগুলি উপভোগ্য। ছাপাখানার ভূত- কাইজার চৌধুরী ঐতিহ্য- মূল্য ১৩০ টাকা ইনি আমার প্রিয় একজন লেখক সেই ছোটবেলা থেকেই। নারায়ন গঙ্গোপাধ্যায়ের কিছুটা প্রভাব থাকলেও কিশোর সাহিত্যে অনন্য। উপন্যাস অন্ধ জাদুকর-আহমাদ মোস্তফা কামাল পাঠচক্র মূল্য ২০০ টাকা রাশা- মুহম্মদ জাফর ইকবাল তাম্রলিপি- মূল্য ২৭০ টাকা অপঠিত।

মাতাল হাওয়া- হুমায়ুন আহমেদ অন্য প্রকাশ - মূল্য ৩৫০ টাকা সুপাঠ্য। ওনার উচিত স্মৃতিকথা টাইপ গদ্য লেখা। ৬৯ এর ঘটনা নিয়ে রচিত; অনেক কিছু সত্য না হলেও সম্ভবত সত্যের কাছাকাছি ছিল। রেটিং ৮/১০ রূপা- হুমায়ুন আহমেদ অন্বেষা প্রকাশন- মূল্য ২০০ টাকা ফরমায়েসী লেখা। ক্রেতাকে বিভ্রান্ত করতে বই এর এই নাম দেয়া হয়েছে।

রেটিং ৪/১০ অনান্য নির্বাসিতের আপনজন- জাহিদ হোসেন পলল প্রকাশনী মূল্য ২২০ টাকা উপভোগ্য একটি বই নিঃসন্দেহে। অপ্রকাশিত চিঠি- সুলতানা শিরীন সাজি জাগৃতি প্রকাশনী মূল্য ১২৫ টাকা ব্লগারদের লেখার মান যে কতোটা উন্নত সেটা বই মেলায় প্রকাশিত নানা নতুন লেখকের বই ঘাটলে বোঝা যায়। তাই সংগ্রহশালায় এই বইটিও ঠাঁই করে নিলো। একবিংশের বানান- হাসান রাউফুন জ্যোতিপ্রকাশ মূল্য- ৬০ টাকা খুবই প্রয়োজনীয় একটি সংগ্রহ। যারা বানান নিয়ে বিভ্রান্তি থেকে মুক্ত হতে চান তাদের জন্য অবশ্য পাঠ্য।

রেটিং ১০/১০ সবাই নিশ্চই মেলার বাহিরে সড়কের উপরে বিক্রতাদের বই ফেরি করতে দেখেছেন। তাদের কাছ থেকে নীচের বই গুলি কেনা, মুলত সংগ্রহকে সমৃদ্ধ করার জন্যই। সবগুলিই আগে পঠিত। গল্প ১০১- সত্যজিৎ রায় মূল্য ২০০ টাকা(কমিশন সহ) ফেলুদা সমগ্র - ১,২ - সত্যজিত রায় মূল্য ২০০ টাকা প্রতিটি। শঙ্কু সমগ্র- সত্যজিৎ রায় মূল্য ১৫০ টাকা ছোটদের হাসি সমগ্র- সঞ্জীব চট্টোপাধ্যায় মূল্য- ২৫০ টাকা কিশোর উপন্যাস সমগ্র- শীর্ষেন্দু মুখোপাধ্যায় মূল্য ২০০ টাকা এসব ছাড়াও আরো কয়েকটি বই কেনা হয়েছে; কখনো সুযোগ হলে পরে বিস্তারিত জানানো যাবে নাহয়।

সবাইকে ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.