আমাদের কথা খুঁজে নিন

   

ম্যালা বই এর বইমেলা ২০১০ - প্রথম পর্ব



বইমেলায় প্রথম আসি ১৯৯২ তে। ৯৩ এ স্টল দিয়ে বসে ছিলাম আমরা বুয়েটের কয়েকজন; তবে সেটি বই এর স্টল ছিলনা না! ছিল- কম্পিউটারে ভাগ্য গণনার স্টল ! সেই গল্প না হয় আরেকদিন করা যাবে। এবারে বইমেলা থেকে বেশ কিছু বই কেনা হয়েছে। প্রথম পর্বে বিষয় ভিত্তিক কিছু বই এর খোঁজ খবর দিলাম। আত্মজীবনী ওড়াওড়ির দিন- আবদুল্লাহ আবু সায়ীদ সময়- মূল্য ২২৫ টাকা লেখকের নামটিই বলে দেয় সব।

নিছক ভ্রমণ কাহিনী নয়; মানুষের গল্প। রেটিং ১০/১০ আমার বোকা শৈশব- আবদুল্লাহ আবু সায়ীদ সময়- মূল্য ১৫০ টাকা বলা হয়েছে কিশোর সংস্করণ। আরেকটি অমূল্য সংগ্রহ। রেটিং ১০/১০ আমার ছেলেবেলা- মুনতাসীর মামুন সুবর্ণ- মূল্য ৮০ টাকা আরেকটি সেকালের গল্প। রেটিং- ১০/১০ আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস- মনজুরুল হক ঐতিহ্য- মূল্য ১৮০ টাকা বইটা এখনো পড়া শেষ করিনি কেবলমাত্র একটা কারণে! প্রতিটা পরিচ্ছেদ শেষ করি আর আফসোস করি, " আহা, আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেলো! বইটাতো শেষ হয়ে যাচ্ছে!' অসাধারণ প্রাঞ্জল একটি মানবতার, অমানবতার গল্প।

রেটিং- ১০/১০ ৩৯ পূর্ব হোয়াং হুথং- কবির হুমায়ূন ভাষাচিত্র- মূল্য ২০০ টাকা ব্যক্তিগত ভ্রমণ কিংবা প্রবাস জীবনের গল্প। চীনা জীবন যাত্রার প্রতি আগ্রহ থাকার কারণে বইটি পড়তে ভালোই লাগছে। রেটিং ৭/১০ অনুবাদ গ্রন্থ ট্রেজার- ক্লাইভ কাসলার/মখদুম আহমেদ রোদেলা প্রকাশনী- মূল্য -৩৫০ টাকা 'রিভার গড' পড়ার পর থেকে মখদুম সাহেবের অনুবাদের প্রতি নজর পড়ে। চমৎকার ভাষাশৈলী, দক্ষ নিয়ন্ত্রনের কারণে তার অনুবাদ সুপাঠ্য। অপঠিত রেটিং ৮/১০ সাহারা- ক্লাইভ কাসলার/মখদুম আহমেদ নির্বাচিতা প্রকাশন- মূল্য -৩২০ টাকা; অপঠিত রেটিং ৮/১০ দ্য সেভেন্থ স্ক্রৌল- উইলবার স্মিথ/মখদুম আহমেদ রোদেলা প্রকাশনী- মূল্য -৩৫০ টাকা; অপঠিত রেটিং ৮/১০ এ টাইম টু ডাই- উইলবার স্মিথ/মখদুম আহমেদ ঝিনুক প্রকাশনী- মূল্য ৩২০ টাকা টানটান উত্তেজনা নিয়ে কাহিনীর সূচনা।

শেষটাও ভালো হবে মনে হচ্ছে। রেটিং ৮/১০ দি স্পার্ক অব লাইফ- এরিখ মারিয়া রেমার্ক/জুলফিকার নিউটন ঝিনুক প্রকাশনী- মূল্য ৩০০ টাকা রেমার্ক আমার প্রিয় লেখকদের একজন। পাতা উল্টে মনে হলো অনুবাদ মন্দ হয়নি। অপঠিত রেটিং ৮/১০ কল্পবিজ্ঞানের ১৫ গল্প- হাসান খুরশীদ রুমি বাংলাপ্রকাশ মূল্য-২৫০ টাকা এই বইটি কিছুদুর পড়ে মনে হলো, এর পর থেকে সাইন্স ফিকশনের মূল ইংরেজী বই ছাড়া পড়বো না। লেখনী টানলো না কেন যেন।

রেটিং- ৬/১০ ভ্রমণ কাহিনী জিনজিরা থেকে সেন্টমার্টিন- এডভোকেড জয়নুল আবেদীন রোদেলা প্রকাশনী- মূল্য ১৩০ টাকা শুরুতে কিছুটা ইন্টারেস্টিং লেগেছিলো; শেষ দিকে এসে নিছকই পারিবারিক প্রেক্ষাপটে এসে কিছুটা একঘেয়ে হয়ে পরেছে। ছবি আধিক্যের জন্য প্লাস পয়েন্ট দেয়া যায়। রেটিং ৫/১০ আমেরিকা- কাছের মানুষ দূরের মানুষ- শাকুর মজিদ উৎস প্রকাশন -মূল্য ১২০ টাকা শাকুর ভাই এর কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম। একটাও ছবি নেই। বর্ণনা গুণে কিছুটা উৎরে যেতে পারে হয়তো।

রেটিং ৭/১০ আমিরাতে তেরো রাত- শাকুর মজিদ উৎস প্রকাশন - মূল্য ৬০ টাকা অপঠিত- ছবির অনুপস্থিতি রেটিং কমিয়ে দিবে। হো চি মিনের দেশে- শাকুর মজিদ উৎস প্রকাশন- ১০০ টাকা প্রচুর ছবি; সাথে চমৎকার বর্ণনার দেখা মেললো। এখনো পুরোটুকু পড়া হয়নি যদিও। তবে রেটিং ৯/১০ মুসাফির মন- ফরিদী নুমান জ্ঞান বিতরণী- মূল্য ১২৫ টাকা এখনো অপঠিত; তবে ছবি প্রচুর, যদিও লেখনী ততোটা আকর্ষনীয় বলে মনে হয়নি। সব ছবিতে লেখকের উপস্থিতিটা কিছুটা পীড়াদায়ক।

রেটিং ৭/১০ সবুজ পাসপোর্ট- আবুল হাসনাত মিল্টন অন্বেষা প্রকাশন- ১২০ টাকা ছবি নেই। লেখনী গুণে কিছুটা সুপাঠ্য। ভ্রমণ কাহিনী না বলে গল্প কথন বলা যায়। রেটিং ৬/১০ সাইন্স ফিকশন রবো নিশি- মুহম্মদ জাফর ইকবাল শিখা প্রকাশনী- মুল্য ১৭৫ টাকা এই বই নিয়ে ব্লগে আগেও লেখালেখি হয়েছে। ফরমায়েশি লেখা।

বৈচিত্র আনার জন্য প্রধান চরিত্রকে নিয়ে চমকের চেষ্টা করা হয়েছে। গতানুগতিক। রেটিং ৭/১০ গ্রহচারী- মুহম্মদ জায়েদুল আলম সিজার প্রতিভা প্রকাশ- মূল্য ৮০ টাকা সিজারের লেখা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে, বই মেলা থেকে সংগ্রহ করা সব সাই ফাই এর ভেতর, লেখনী গুণে এটাকেই আমি সব চেয়ে বেশী এগিয়ে রাখতে চাই। রেটিং ৮/১০ মার্কারিম্যান ও অন্যান্য গল্প- ফরিদুর রেজা সাগর তাম্রলিপি- মূল্য-১৬০ টাকা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর দূর্বল অনুকরণ।

বলা হয়েছে শিশু কিশোর দের জন্য লেখা। তবে আমার মতে যারা শঙ্কু পড়েছে- অনায়সে এই বই এড়িয়ে যেতে পারে। রেটিং ৪/১০ ফিফটি ওয়ান- শাহরীয়ার শরীফ বর্ষাদুপুর- মূল্য-১০০ টাকা প্রথম গল্পের পটভূমিটা পড়তে ভালো লাগছিলো; কিন্তু গাঁথুনী তেমন যুতসই না। অন্যান্য গল্প ঘেটে মনে হলো বিদেশী কাহিনীর কড়া ছায়া দেখতে পাচ্ছি! যদিও বইএর কোথাও এর কোন ইঙ্গিত নেই! রেটিং ৬/১০ হাফ ব্লু হাফ রেড- শামীম হাসনাইন প্রতিভা প্রকাশ- মূল্য- ৬০ টাকা লেখার ঢংটা বোর করে তুলবে পাঠককে। গল্প গুলিতে ভালো লাগার মতো কোন উপাদান নেই! রেটিং ৩/১০ লীন হয়ে যায় প্রিয় নগর- শরীফ উদ্দিন সবুজ ওয়ার্ল্ড নিউজ এজেন্সি -মূল্য ৮০ টাকা ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া ঢাকা নগরীকে নিয়ে গল্প।

প্রথম কয়েকটি পাতা পড়ে লেখার ধাঁচকে পরিণত মনে হলো। ঠিক সাইন্স ফিকশনে ফেলা উচিত কিনা বুঝতে পারছি না। রেটিং ৭/১০ অ্যাপার্ট সিটি- সাজ্জাদ কবীর পাঠসুত্র -মূল্য ৮০ টাকা এটাও পড়া হয়নি এখনো। তবে চোখ বুলানোর পর যথেস্ট ম্যাচিউর লেখা মনে হয়েছে। অপঠিত রেটিং- ৮/১০ (চলবে)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.