আমাদের কথা খুঁজে নিন

   

ম্যালা বই

বইমেলায় ম্যালা বই আসছে, আরও আসবে। বই যত বেশি, লেখক তত বেশি। এর সঙ্গে পাল্লা দিয়ে ক্রেতা বেশি হলেই হয়। মেলায় ভিড় কম হয় না। অবশ্য ভিড় হলেই অনেকে মনে করেন বইয়ের কাটতি বেশি।

বইয়ের কাটতির ওপর নির্ভর করে ভিড় হোক আর না হোক, মেলার কিছু কিছু জায়গায় ভিড় লেগেই থাকে। তেমনই ভিড় লাগানোর একটি কারণ টেলিভিশন ক্যামেরা। বইমেলায় গিয়ে বইয়ের স্টলের সামনে ভিড় করার সুযোগ না পেলেও হতাশার কিছু নেই। টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি হাসি মুখে আত্দীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের মোবাইলে কল দিতে বেশি ব্যস্ততা দেখা যায়। যাকে নিয়ে খবর হচ্ছে তিনি কোনো মতে ক্যামেরায় ধরা পড়লেও তার অবস্থা থাকে শোচনীয়।

এ রকম শোচনীয় অবস্থার বিপরীতে অনেকে থাকেন ফুরফুরে মেজাজে। এবারই প্রথম বই বের হচ্ছে, তাদের তালিকাটা সেই ক্যাটাগরিতেই পড়ে। তবে বইমেলায় এসে ম্যালা বই দেখে খালি হাতে সহজে কেউ ফিরে যেতে চায় না। সেই তালিকায় পড়তে প্রেমিকাকে নিয়ে বেড়াতে আসা প্রেমিকও গোলাপ ফুলের পরিবর্তে বই কিনে দিতে পিছপা হয় না। এভাবেই ম্যালা বইয়ের চাপ থেকে ভালো কিছু হয়।

লেখক দেখে ছুটে যাওয়া আর অটোগ্রাফ সংগ্রহের নেশা যাদের আছে তারা টিভি ক্যামেরা টানে না। বইমেলায় তাই ম্যালা বই দেখে ভিড় জমবে সেটাই প্রত্যাশা সবার।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.