আমাদের কথা খুঁজে নিন

   

অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক

~ ভাষা হোক উন্মুক্ত ~
ব্লগের প্রিয় মুখ বরুণা প্রতিফলন । তাদের অসাধারন ভালবাসার ধারাবাহিক "বসন্তদিন"। পঞ্চাশটিরও বেশী পোষ্টে তারা স্মৃতিচারন করেছে তাদের ভালবাসার। বরুণা নীল প্রজাপতির মত উড়ে উড়ে বলে গেছে তার হৃদয়ের কথা। স্বভাবসিদ্ধ চঞ্চলতা আর আকাশ ছোঁয়া আবেগের মাঝেও তার লেখনীতে উঠে এসেছে কষ্টের শীতলতা।

তাদের প্রতিটি পোষ্টেই আছে মন কেমন করা সব কথা। এক নিশ্বাসে পড়ে ফেলতে ই্চ্ছে করে তাদের কাহিনী। দুটি ভিন্য ব্লগে লেখা ধারাবাহিকের সবকটি পর্ব নিয়ে আমার আর অপ্সরার যৌথ প্রযোজনায় এই ঈদ স্পেশাল পরিবেশনা - ইবুক "বসন্তদিন"। এর আগে কিষান কিষানীর ভালবাসার গল্প শুনিয়েছিলাম সবাইকে "হারানো হিয়ার নিকুঞ্জ পথে - কৃষক-কিষাণীর রোজনামচার সংকলন " ইবুকে। অপ্সরাই সন্ধান দেয় আমাকে এসব আকর্ষনীয় ব্লগগুলো পড়তে।

তারপর অনুরোধ করে সেগুলো পিডিএফ করে দিতে। বোনটা আমার অনেক অনেক প্রিয়, ওর কথা ফেলা যায়? ব্লগে থাকা পোষ্টগুলো পড়তে গিয়ে যেমনটা লেগেছিল, কখনও ভাললাগায়, কখনও কষ্টে মন কেমন হয়ে যাচ্ছিলো বারবার। পিডিএফ করতে গিয়ে সেই অনুভুতি গুলো আরও তীব্র ভাবে দোলা দেয় আমাকে। মানুষের জীবন আসলেও অনেক বেশী সুন্দর। শুভকামনা আর ভালবাসা বরুণা প্রতিফলনের জন্য।

সবাইকে ঈদের শুভেচ্ছা অপ্সরার কথাঃ এই ব্লগে প্রকাশিত কিষান ভাইয়া ও কিষানী আপুর জনপ্রিয় ধারাবাহিক বিশ্ববিদ্যালয়ে প্রেম নিয়ে পিডিএফ ফাইল করবার জন্য স্বপ্নজয় ভাইয়াকে অনুরোধ করেছিলাম। স্বপ্নজয় ভাইয়া একদিন সেটা ঠিক ঠিক করে ফেললো। অনুরোধে ঢেকী গেলা নয় সত্যি সত্যি সানন্দেই করে ফেললো সেটা ভাইয়া। শুধু কিষানকিষানীর অনুমতি নিয়েই নামটায় একটু অদল বদল আনা হলো। এরপর আরেক ধারাবাহিক বরুণা প্রতিফলনের বসন্তদিন।

এটা নিয়েও আমার অনুরোধেই আবার ভাইয়া কাজ করেছে। আমার অতি অতি ইমোশোনাল ভাইয়াটা এইকাজটা করতে গিয়ে কত কত দিন যে চোখের জলে বুক ভাসিয়েছে (মেয়েদের মত ) সেকথা আমি জানি। তবুও শেষ পর্যন্ত ভাইয়ামনিটা তার অনেক অনেক ব্যাস্ততার মাঝেও শেষ করে ফেলেছে বসন্তদিন। তার প্রচ্ছদ, প্রতিটা পাতায় পাতায় কারুকার্য্যের ছোঁয়া দেখেই বোঝা যায় কি পরিমাণ ভালোবাসায়, কি পরিমান ধৈর্য্য সহকারে কাজটা করেছেন ভাইয়া। বরুণা প্রতিফলনের মাঝে শুধুই বরুণার অনুমতি নেওয়া হয়েছে ।

আশা করছি প্রতিফলন বরুণা এটা নিয়ে আবার ঝগড়া বাঁধিয়ে ফেলবেনা। যাইহোক অনেক অনেক ধন্যবাদ স্বপ্নজয় ভাইয়াকে আমার অনুরোধ গুলো একের পর এক রাখার জন্য। আর ধন্যবাদ কিষানকিষানী ও বরুণা প্রতিফলনকেও সাথে সাথে। অনেক অনেক ভালো থেকো সবাই। "বসন্তদিন" ইবুকটি পিডিএফ অথবা জিপ ফাইল হিসেবে ডাউনলোড করুন ... পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করুন (১.৩৭ মেগাবাইট) জিপ ফাইল আকারে ডাউনলোড করুন (১.১৬ মেগাবাইট) ইবুকটিতে মোট ৮৫টি পাতা আছে মোট পর্ব সংখ্যাঃ ৫১টি পিডিএফ আকারঃ ১.৩৭ মেগাবাইট জিপ ফাইলের আকারঃ ১.১৬ মেগাবাইট
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।