আমাদের কথা খুঁজে নিন

   

।।...অপ্সরা...।।

Love does not just sit there, like a stone: it has to be made, like bread, remade all the time, made new. ভারতীয় পুরাণের চরিত্র । অপ্ (জল) হতে এরা উৎপন্ন হয়েছিল বলে এদের নাম অপ্সরা। দেবা সুরের সমুদ্র মন্থনের সময়ে এরা সমুদ্রের ভিতর থেকে অসংখ্য পরিচারিকার সঙ্গে উঠে আসে। দেবতাগন কেউই এদের গ্রহণ করেননি বলে এরা সাধারণ স্ত্রীরুপে গণ্য হলো। তবে এরা নৃত্যকলা ও পাশাখেলায় পারদর্শী ছিলেন।

এদের সৌন্দর্য ও যৌন আবেদন সর্বজন খ্যাত । মহাভারতে অপ্সরাদের গন্ধর্বদের স্ত্রীরুপে দেখা যায়। এরা ইন্দ্রের সভায় গন্ধর্বদের সঙ্গে নাচ-গান করতো। দেবতারা এদের নানা কাজে ব্যবহার করেছে। এদের মধ্যে বিশেষ কাজ হলো মুনি-ঋষিদের ধ্যান ভঙ্গ করা।

মুনি-ঋষিরা যাতে তপস্যা বলে দেবতাদের চেয়ে ক্ষমতাশালী হয়ে উঠতে না পারে সেজন্যই তাদের ধ্যান ভাঙ্গার কাজে অপ্সরাদের ব্যবহার করা হতো। যেমন বিশ্বামিত্রের তপোভঙ্গের জন্য মেনকা অপ্সরাকে পাঠানো হয়, ফলে অপ্সরারা মায়ারূপিনী। তারা নিজেদের দেহের পরিবর্তনে সক্ষম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।