"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
অপ্সরা
১
বসে আছো একা একা-
লুকিয়ে শুধু একটু দেখা।
এলো চুলে খোঁপা খুলে,
আঁচল ছেড়ে মনের ভুলে,
লাল টিপটা কপাল জুড়ে;
দুলছে মাথা গানের সুরে।
জমছে মেঘ আকাশ কোণে,
ভাবছো কী যে উদাস মনে!
আমি শুধু অবাক চোখে,
জানিনা কী বলবে লোকে;
দেখছি তোমায় পলকহারা,
সত্যিই তুমি- এক অপ্সরা।
২
স্বপ্ন জালে বুনছি যে প্রেম,
করছি লালন মনের মাঝে;
তোমায় নিয়ে ভাবনা শত,
মন নেই আর কোন কাজে।
মিষ্টি প্রেমের মিষ্টি ছোঁয়ায়,
এমনি করে মন যে হারায়;
ভিজলে সে মন ভালবাসায়,
আপন ভেবে হাতটা বাড়ায়।
সাহস করে বলবো ডেকে,
আর কী হবে বোবা থেকে?
স্বপ্ন আমার তোমায় ঘিরে,
থাকবে আমার ছোট্ট নীড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।