আমাদের কথা খুঁজে নিন

   

অপ্সরা তোমাকে......

ভালোবাসা দিয়ে,ভালোবাসা পেতে চাই কোনো এক কুয়াশামাখা শীতের ভোরে আমি শুয়ে ছিলাম চাদর মুড়ি দিয়ে হঠাৎ আমার ফোনে এল তোমার কল কন্ঠ শুনে আমি মুগ্ধ, হতবিহব্বল তোমার ওই টানা চোখের চাহুনী ঠোটের কোনের মিষ্টি একটু হাসি আমার শূন্য হৃদয়ে তোলে ঝড় আমার চোখ তোমার দিকে অনড় তোমার কন্ঠের ওই একটুখানি উচ্ছলতা বুঝিয়ে দেয় তোমার হৃদয়ের গভীরতা তোমার দীঘল ঘন কালো কেশ তোমায় আমার দেখতে লাগে বেশ তুমি সুন্দর নও তুমি অপরুপ তুমি স্নিগ্ধ নও তুমি পবিত্র তুমি নও দুর আকাশের চাঁদ-তারা তুমি আমার হৃদয়ের অপ্সরা। (পুলক হাসান-২৯।০১।১৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।