আমাদের কথা খুঁজে নিন

   

অপ্সরা,

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। অপ্সরা, কেমন আছ? আমার কথা নতুন করে বলার কিছুই আজ অবশিষ্ট কি আছে? আজ সারাটা বিকেল স্মৃতি হাতড়েই সময় কাটালাম। [img|http://ciu.somewherein.net/ciu/image/54821/small/?token_id=a8ff450195ac215c08f8ed24d661941f অপ্সরা, আচ্ছা তোমার কি মনে আছে? প্রথম দেখার কথা, আরে বাবা ভুলে গেলে নাকি দাড়াও তোমাকে মনে করিয়ে দেই, দিনটা ছিল কলেজের নবীন বরনের আমি সিড়ি দিয়ে উঠছিলাম তুমি,ঝুমা,ঈষিকা,রাইমা অবশ্য নাম গুলো তখনও জানতাম না গল্প করতে করতে নামছিলে। আমার হাত থেকে নবীন বরন নিয়ে লেখা কবিতা পড়ে গেল, নিচু হয়ে মাত্র কাগজটা ধরেছি কি ধরি নাই তখনি তোমার বিখ্যাত পেন্সিল হিলের পাড়া, মনে পড়লে এখন হাত ব্যাথা করে। অপ্সরা, তুমি খুব ভাব নিয়ে বললা কি চোখে দেখেন না? কানা নাকি? আমারতো ব্যাথায় মাথায় পুরাই রক্ত চেপে গেল, তোমার পা থেকে জুতা জোড়া কেড়ে নিয়ে হনহন করে নিচে নেমে আসলাম, একটু পর তোমরাও নামলা, তোমরা যখন আমার কাছাকাছি আসলা, একটা ইট দিয়ে জুতার হিল ভেঙ্গে তোমার দিকে ছুড়ে দিলাম। তারপর থেকে তোমাকে পেন্সিল হিল পরতে দেখি নাই, এখন কি পরো? অপ্সরা, বিকেলের আলো ম্লান হয় কিন্তু কিছু কিছু স্মৃতি.........!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।